পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

もも फिलूिनि বণিক হইত। তাহারা বায়ুপ্রবাহের উপর নির্ভর করিয়া নক্ষত্র দর্শনের অভিজ্ঞতায় পোতচালনার পথ নির্দেশ করিতে পারিত । ভাস্কো ডা গামা এই উপায় প্রাপ্ত না হইলে, কালিকটের প্রসিদ্ধ বন্দরের দিকে অগ্রসর হইতে পারিতেন না । তঁহার পথ প্ৰদৰ্শক নিপুণ নাবিক বলিয়াই প্ৰশংসা লাভ করিতে লাগিল। তাহার নির্দেশক্রমে ২৩ দিবস পোতচালনা করিবার পর, ভাস্কো ডা গামা পূৰ্ব্ব গগনে এক অপূৰ্ব্ব মেঘমালা দর্শন করিলেন ; আড়কাঠি কহিল,-যাহা মেঘমালারূপে প্ৰতিভাত হইতেছে, তাহাই ঘাটগিরির শিখরমালা । ১৪৯৭ খৃষ্টাব্দের ২০শে মে গামার বাণিজ্যপোত কালিকটের সম্মুখে, ভারতভুমির “তালীবনরাজিনীল”। সমুদ্রবেলায় উপনীত হইল। ফিরিঙ্গি বণিকের ভারত-যাত্রা সফল হইল । প্ৰাচ্য-সাম্রাজ্যের সহিত প্ৰতী চ্যসাম্রাজ্যের সাক্ষাৎ পরিচয় সাধিত হইল । সমগ্ৰ প্ৰাচ্য রাজ্যের ইতিহাস অতিনব ঘটনাস্রোতে বিপৰ্য্যস্ত হইবার সূত্রপাত হঠল ।