পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R» ফিরিঙ্গি বণিকৃ বাহুবলের ইতিহাস কলঙ্কের ইতিহাস । সে কথা বিস্মৃত হইয়া ফিরিঙ্গি-ইতিহাসলেখকগণ ফিরিঙ্গি-বণিকের অলৌকিক দিগ্বিজয়ের বর্ণনা করিতে গিয়া, পুনঃপুনঃ ব্লাহুবলেরই গৌর বঘোষণা করিয়া গিয়াছেন। ইসলাম পরাভূত হইবা মাত্র খৃষ্টানের ন্যায় বাহুবলের উপাসক হইয়া উঠিল । তাহারাও ধৰ্ম্মযুদ্ধে জীবনবিসর্জন করিবার জন্য লালায়িত হইল । * তখন ভারত সাগরে কেবল সমরকোলাহলাই প্ৰবল হইয়া উঠিল । ঐ আসিতেছে ! - ঐ আসিন ! -এই কথাই উভয় পক্ষের প্রধান কথা হইয়া দাড়াইল । বাণিজ্যের বিজয় লক্ষ্মী অন্তহিত হইবামাত্র জলে-স্থলে দাসুবৃত্তি প্ৰবল হইতে লাগিল । ভারতবর্ষের রাজশক্তি ইহার সন্ধান পাইল না ; তখন তাহা মোগল-পাঠানের মধ্যে কাহাকে বরণ করিয়া লইবে, তাহ স্থির করিতে ব্যস্ত ছিল । ১৫১৫ খৃষ্টাব্দের শেষভাগে ফিরিঙ্গি-বার আলবুকার্ক কাল-কবলে নিপতিত হইলেন। মৃত্যুর পূৰ্ব্বেই তাহার পদে অন্য রাজপুরুষ নিযুক্ত হইয়াছিলেন । তিনি আসিয়া কাৰ্য্যভার গ্রহণ করিতে না করিতে, ফিরিঙ্গি-বণিকের প্রাণে মুসলমানাতঙ্ক আবার প্রবল হইয়া উঠিল। ন্ডিউ নগরের সম্মুখে জলযুদ্ধে বিজয়লাভ করিবার পল্প, ফিরিঙ্গি-বণিক্‌ তাদেশে নিতান্ত নিশ্চিন্তচিত্তে কালক্ষয় করিতে পারেন নাই ! এডেন বন্দর আক্রমণ করিয়া দীর্ঘকালেও তাহাকে সম্পূর্ণরূপে পরাভূত করিতে পারেন নাই । মিশরের সুলতানের বাণিজ্যশক্তি কিয় ২ পরিমাণে বিধ্বস্ত হইলেও, সম্পূর্ণরূপে পরাহত হয় নাই। কেবল আলুৰুকার্কের অসাধারণ SLYBD KLE LsBDYBmD BDS DDB BBD SLKLLD DB DBSSSLDBLDJE সুযোগ্য অনুবাদক টীকা সংযোগে তাহার উল্লেখ করিয়া লিখিয়াছেন,-’It denounceed the aggressions of the Christians of Portugal, and warned an Indian Prince that if he held back, his soul would descend into hell.