পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ठूछjठiख्ठ $5 অবসাদে আলবুকার্ক আপাততঃ কালিকট পরিত্যাগ করিয়া, অন্য কোনও স্থানে রাজধানী সংস্থাপিত করিবার জন্য স্থানান্বেষণে নিযুক্ত হইলেন । স্থান মিলিল। একজন ভারতীয় জল-দসু্য - স্থান দেখাইয়া দিল । তাহা একটি ক্ষুদ্র দ্বীপ। সেই দ্বীপে দুর্গ নিৰ্ম্মাণ করিয়া, আদিল শাহ নামক নরপতি রাজত্ব করিতেন। আলবুকার্ক ১৫১০ খৃষ্টাব্দের প্রারম্ভে এই ক্ষুদ্র দ্বীপ আক্রমণ করিলেন । হিন্দু, মুসলমান ও পারসীক নাগরিকগণ সে আক্রমণ-বেগ সািহত্যু করিতে না পারিয়া আত্মসমৰ্পণ করায়, আলবুকার্ক সিংহাসন অধিকার করিয়া রাজত্ব করিতে প্ৰবৃত্ত হইলেন । আদিল শাহ মে মাসে পুনরায় নগর অধিকার করায়, যুদ্ধ উপস্থিত হইল। ছয় মাসের যুদ্ধে নগর ও দুর্গপ্রাচীর চুর্ণ হইয়া গেল ; তখন অনন্যোপায় হইয়া ফিরিঙ্গি-বণিক সমুচিত মূল্য প্ৰদান করিয়া নগর অধিকার করিলেন। সেই সময় হইতে আজ পৰ্যন্ত তাহা পর্তুগীজরাজধানী গোয়ানগরী নামে সুপরিচিত হইয়া রহিয়াছে । * ফিরিঙ্গি-বণিকের ভারত-বাণিজ্যের রাজধানী শীঘ্রই সুদৃঢ় দুর্গে বেষ্টিত হইয়া ধনরত্নে সম্পন্ন হইয়া উঠিতে লাগিল । এই রাজধানীতে রাজকাৰ্য্যালয় সংস্থাপিত করিয়া, রাজপ্রতিনিধি। আলবুকার্ক রাজ্যশাসনে ও বাণিজ্য-বিস্তারে প্রবৃত্ত হইলেন । লোহিতসাগর ও পারস্তোপসাগর মুসলমান-বাণিজ্যের আশ্রয়স্থল। এই উভয় সাগর-পথের প্রবেশদ্বারে মুসলমানগণ দুৰ্গনিৰ্ম্মাণ করিয়া বাণিজ্য-রক্ষা কৱিতেন । সে বাণিজ্য কেবল ভারত-বাণিজ্য নহে,-

  • রিয়াজে মুল্য দান করিবার কথাই লিখিত আছে। খৃষ্টান লেখকদিগের গ্রন্থে vists Star qi But after a short period, the Portuguese offering a large sum of noney to the ruler of that place, re-acquired possession of it, and establishing their capital at that port, which was very strong, fortified it further-Riaz-us-Salteen. p. 4os.