পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yvo ফিরিঙ্গি বণিক মধ্যে ভারতবর্ষের জলযান-নিৰ্ম্মাণের অধিকার পর্য্যন্ত বিলুপ্ত হইয়া গেল । তাহার কথা এখন কেবল স্বপ্নবৎ ইতিহাসে প্ৰতিভাত হইয়া থাকে। গোয়া, বেসিন, দামন ও ডিউ, এই চারিটি ফিরিঙ্গি-দুৰ্গে ভারতবর্ষের পশ্চিম সমুদ্রতটে ফিরিঙ্গি-বণিকের আধিপত্য দৃঢ় প্রতিষ্ঠিত হইবার পর, ভারতবাসীর পক্ষে আর গোপনে জলযান-গঠনের উপায় রহিল। না । যে শিল্পকৌশল অনুশীলন বলে ক্ৰমে জলযান-নিৰ্ম্মাণে অধিকতর কৃতিত্ব প্রদর্শন করিতে পারিত, তাহা এইরূপে চিরদিনের জন্য বিলুপ্ত হইয়া গেল । পারস্তোপসাগর হইতে যে সকল অর্ণবধান ভারতবর্ষে উপনীত হইত, তাহা প্ৰথমে ডিউ নগরের বন্দরে দৃষ্টিপথে পতিত হইত ; তাহ আর ভারতবাসীর দৃষ্টিগোচর হইবার উপায় রহিল না। এই সময়ে বিজাপুর রাজ্যের প্রবল প্ৰতাপ অবসন্ন হইয়া পড়িয়াছিল । আদিল শাহের মৃত্যুর পর, তঁাতার শিশু পুত্রের সিংহাসন রক্ষা করাই মন্ত্রিবর্গের প্রধান লক্ষ্য হইয়া উঠিয়াছিল। বিজাপুরের অধিকারভুক্ত গোয়া দ্বীপ এই সময়ে অধিকার করিয়া লইতে ফিরিঙ্গি-বণিককে অধিক উদ্বেগ সহ্যু করিতে হয় নাই। যে জলদসু্য ফিরিঙ্গি-বণিককে ইহার সন্ধান প্ৰদান BBDSDBDDDB BD BDBSSYS D DBDBDBBD DBBD DBBuLDLD স্বাৰ্থলোভে ফিরিঙ্গির সহায়তা করিয়াছিল। তাহার সেনাদলের সহয়তা লাভ না করিলে গোয়া দ্বীপ ফিরিঙ্গির অধিকারভুক্ত হইত না । টিমোজা যে সময়ে জন্মগ্রহণ করিয়াছিল, তখন ভারতবর্ষ একরূপ অরাজক বলিলেও স্মৃত্যুক্তি হয় না। তখন কত লোকে কত উপায়ে কত রাজ্য-গঠনে প্ৰবৃত্ত হইয়াছিল। টিমোজার সাহস ছিল, সেনাদল ছিল, জলপথে আধিপত্য ছিল ; স্বয়ং সমুদ্রতটে বিস্তৃত রাজ্য সংস্থাপিত a The pirate chief Timoja proposed to Albuquerque that, as the Lord of Goa is dead ( in reality absent) they should seize the place. This they easily dud in March I 5 Io.-Sir W. W. Hunter.