পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSSR ফিরিঙ্গি-বণিক নীত হইয়াছিল। পুত্ৰশোকাৰ্ত্ত আলুমিল্ডা প্ৰতিহিংসা চরিতাৰ্থ করিবার উপযুক্ত অবসরকালের প্রতীক্ষায় দিনগণনায় ব্যাপৃত ছিলেন। সিংহল হইতে কালিকট পৰ্য্যন্ত সকল স্থানে তঁাহার আধিপত্য প্রবল হইয়াছিল। ভারতীয় নৌবাহিনী উত্তরাংশে বোম্বাই বন্দরের নিকটবৰ্ত্তী সাগরসলিলে বিচরণ করিয়া, কালিকটের উদ্ধারসাধনের অপেক্ষা করিতে বাধ্য হইয়াছিল। তাহদের আয়োজন সম্পূর্ণ হইবার পূর্বেই ফিরিঙ্গি-বণিকের আয়োজন সম্পূর্ণ হইয়া গেল। আলুমিডা স্বয়ং সেনাচিালনার ভার গ্ৰহণ করিয়া যুদ্ধাৰ্থ অগ্রসর হইলেন । এই যুদ্ধে তিনি সহস্র মুসলমান প্ৰাণবিসর্জন করে ; এই যুদ্ধে মুসলমান-বাণিজ্য চিরদিনের মত পরাভূত হইয়া যায় ; এই যুদ্ধেই ভারতসাগরে ফিরিঙ্গি-বণিকের আধিপত্য চিরপ্রতিষ্ঠিত হয় এবং রাজ্য-প্ৰতিষ্ঠারও সূত্ৰপাত হয়। পৃথিবীর ইতিহাসে যে সকল জলযুদ্ধের বিবরণ লিপিবদ্ধ হইয়া রহিয়াছে, তাহার অনেক যুদ্ধের তুলনায় এই যুদ্ধ সামান্য যুদ্ধ বলিয়াই পরিগণিত হইতে পারে। কিন্তু পরিণামফলের কথা আলোচিত হইলে, ইহাকেই পৃথিবীর ইতিহাসের সর্বাপেক্ষা স্মরণীয় জলযুদ্ধ বলিয়া স্বীকার করিতে হইবে। ইহাতে পৃথিবীর ইতিহাস সম্পূর্ণরূপে পরিবৰ্ত্তিত হইয়া গিয়াছে ; ইহাতে প্রাচ্যের প্রতিষ্ঠা প্ৰতীচ্য-সমাজকে আশ্রয় করিয়া দুর্বলকে সবল ও সবলকে দুর্বল করিয়া দিয়াছে ; যাহারা সমগ্ৰ সভ্যসমাজে পণ্য-বিক্রয় করিয়া ধনাগৌরবে প্ৰবল হইয়া উঠিয়াছিল, তাহাBBD DBBDDB DBDDD BDBDD SBiBBBDDD DBBBBDDB DDBD করিয়া দিয়াছে । এই সময়ে সমগ্ৰ ইউরোপে পর্তুগালের অসাধারণ সৌভাগ্যবৃদ্ধির জন্য ঈর্ষ্যান্বেষ জন্মগ্রহণ করে নাই ; বরং পর্তুগালের বিজয়বাৰ্ত্ত সমগ্ৰ খৃষ্টানসমাজের বিজয়বাৰ্ত্তা বলিয়াই সর্বত্র গৃহীত ও সমাদৃত হইয়াছিল। এসিয়ার অবস্থা সেরূপ ছিল না ! এসিয়াবাসিগণ ইহাকে কালিকটের