পাতা:ভরতপুর যুদ্ধ - বিহারিলাল সরকার.pdf/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় ভরতপুর-যুদ্ধ অসুবিধা হইয়াছিল। সেই জন্য এবার সর্বাগ্রেই। পরিখার জলরোধের চেষ্টা হইয়াছিল। এবার। সে পক্ষে কোন অসুবিধা ঘটে নাই। আর আধা ঘণ্টা পরে যাইলে সকল চেষ্টা বিফল হইত। সেবার সুযোগ্য অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ছিলেন না ; এবার অনেকগুলি ইঞ্জিনিয়ার ছিলেন। डैशब्र সর্বত্ৰই “বিল বঁাদ” কাটিয়া, পরিখার জলরোধ कब्रिक्षा 6न । ইংরেজ সৈন্যকে দেখিয়া, ভরতপুরবাসীরা “বিল বঁধ” পরিত্যাগপূর্বক চলিয়া যায়। জেনারেল রেণেল তখন বামপার্থে অগ্রসর হইতে লাগিলেন। তঁহাকে অগ্রসর হইতে দেখিয়া, গ্রামসমূহের অধিবাসীরা, ভরতপুর, বিয়ানা, ডিগ, বল্লামপাড, কুম্ভীর প্রভৃতি স্থানে আশ্রয়-- গ্ৰহণ করে। ক্রমে ব্রিটিস সৈন্য আরও অগ্রসর হইতে লাগিল। দুর্গ হইতে গোলাবর্ষণ হইয়াছিল । কিন্তু ইংরেজপক্ষে তাহাতে কোন ক্ষতি হয় নাই। ক্ৰমে ব্রিটিশ সৈন্য “ঝিল বাধে”র দক্ষিণ ভাগ অধিকার করিয়া লইল । আগ্রা হইতে যে সৈন্য প্রেরিত হইয়াছিল, তাহারা আসিয়া, এই