পাতা:ভরতপুর যুদ্ধ - বিহারিলাল সরকার.pdf/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

PR দ্বিতীয় ভরতপুর-যুদ্ধ । জেনারেল নিকলস কুদমকুন্তি গ্রাম দখল । করিয়া লইয়াছিলেন। এই কুদমকুম্ভি হইতে, . বলদেবের বাগান পৰ্যন্ত একটী নালা প্রস্তুত হইয়া- ? हिल। नाना बर्थन थखड श्न, उधन छूश श्रेहड গোলা চলিয়াছিল বটে ; কিন্তু ইংরেজ পক্ষে । তাহাতে অতি অল্প লোকই বিনষ্ট হয়। ২৩ শে ডিসেম্বর সন্ধ্যার সময় ১৫০ শত ইউ- ? রোেপ সৈন্য এবং ৬০০ শত সিপাহী সৈন্য লইয়া, . शेविनिशाना कांगान कब्रियात्र अद्य डिक लुन 629 3 ।। কুদমকুন্তি গ্রামে একটী স্তুপ এবং বলদেব সিংহের বাগানে একটী স্তুপ প্রস্তুত হইয়াছিল। উভয় স্তুপেরই উপর কামান সংরক্ষিত হইল । স্তুপ দুইটী দুর্গ হইতে প্রায় ১২ শত হস্ত দূর হইবে। এইবার দুর্গাক্রমণের প্রকৃত উদ্যোগ। ২৪শে ডিসেম্বর ইংরেজ সৈন্য দুৰ্গাভিমুখে গোলাবর্ষণ করিতে আরম্ভ করে। ইংরেজের গোলাবর্ষণে দুৰ্গস্থ সৈন্যমণ্ডলীর কামান নীরব হইল। ইংরেজ শত্রুকে নীরব দেখিয়া, ক্ৰমে দুর্গাক্রমণের পথ প্ৰস্তুতকরণে অগ্রসর হইতে লাগিলেন ।