পাতা:ভরতপুর যুদ্ধ - বিহারিলাল সরকার.pdf/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় ভরতপুর-যুদ্ধ । স্তুপ প্ৰস্তুত হইয়াছিল। এই তোপন্তাপ হইতে, দুৰ্গাভিমুখে অবিরল ধারে গোলা বর্ষিত হইয়াছিল। দুৰ্গস্থ জাঠেরাও নিশ্চিন্ত ছিল না। তাহারাও দ্বিগুণ প্ৰতাপে ইংরেজ সৈন্যের প্রতি গোলাবর্ষণ করিয়াছিল । দিনরাত্ৰি উভয় পক্ষে बचवर्षों (शांलाद्रझे विनिगम श्नांश्लि। (कान পক্ষে বিশেষ কোন ক্ষতি হয় নাই। এই সময় সুড়ঙ্গ নিৰ্ম্মাণে নিযুক্ত ব্রিটিশ সৈন্য স্বকাৰ্য সাধনে অনেকটা অগ্রসর হইয়াছিল। ७ला खांयूनानी । खिथि छेत्रुिनिशांद्र विडाগের একটী ইউরোপীয় সৈন্য শত্রু কর্তৃক আক্রান্ত হইয়াছিল। জাঠের ভীষণ আক্রমণে হতভাগ্যের দেহ খণ্ড বিখণ্ড হইয়া গিয়াছিল। দেহ হইতে মন্তক বিচ্ছিন্ন। বিশালবপু ক্ষত বিক্ষত। সে অতি ভয়ঙ্কর দৃশ্য। সে দৃশ্য অবলোকনে ইংরেজ সৈন্য উন্মত্ত হইয়া উঠিয়াছিল। এইদিন ব্রিটিশ সৈন্য ভয়ঙ্কর উন্মত্ত বেশে অবিরল ধারে গোলাবর্ষণ করিয়াছিল । রাত্ৰিযোগে অতি ক্ষিপ্ৰতা সহকারে সুড়ঙ্গ পথ প্ৰস্তুত করা হইয়াছিল। ৪ঠা জানুয়ারী। ইংরেজের গোলার আঘাতে