পাতা:ভরতপুর যুদ্ধ - বিহারিলাল সরকার.pdf/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

0 0 (yr இ98 শক্তি খর্ব হইয়াছে, ঠিক সেই সময় লোকের সেই আশা নিস্ফল বলিয়া দেশীয় রাজগণের মধ্যে ইংরেজের প্রতি ভীতি এবং সস্ত্ৰমের সঞ্চার হয় এবং অন্তত কিছু দিনের জন্য ভারতের অশান্তি এবং চাঞ্চল্যের শমতা সাধন করিয়াছিল । এখন সকলেই মনে করিয়াছিল ইংরেজকে বাধা দেওয়া বৃথা- ইংরেজের শক্তির প্রতিকৃলতায় প্রতিপক্ষের ধ্বংস সুনিশ্চয় । এখন ভরতপুর আছে, ভরতপুর রাজ্য আছে, ভরতপুরের রাজা আছে ; কিন্তু সে ভরতপুরও নাই, সে ভরতপুর রাজ্যও নাই, সে ভরতপুররাজিও নাই। এখন ভরতপুরে রাজা আছেন বটে ; কিন্তু স্বায়ী ইংরেজ রেসিডেণ্ট আছেন তখনও ভরতপুররাজ্যের পরিমাণ ১,১৭৫ বৰ্গ মাইল ছিল, এখনও ऊाझे उाछ ; किरू (qशन कि ८नशे उद्भऊ१द्ध ? তখন ভরতপুরে কত অধিবাসী ছিল জানি না, এখন ভর ৩ পুরে ৬ লক্ষ ৪৫ হাজার ৫ শত ৪০ জনের বাস ; কিন্তু এখনকার ভরতপুরবাসী কি তখনকার ভরতপুরবাসীর মতন ? এখন ভরতপুরে ১ হাজার ৬ শত ৪ টা অশ্বারোহী সেনা, ৮ হাজার ২ শত। 'টী পদাতিক এবং ৫৪টী কামান আছে ; fâi সব কি তখনকার মতন ? এখন ভরতপুররাজের সম্মানার্থ পনেরটীি তোপের ব্যবস্থা আছে,