পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
[ ৭৪ ]

ইমন কল্যাণ । তাল জলদু তেতাল । জনরব কি রবে কি রবে নীরব হবে । সদা অই রব, করে লোক সব, কি করিব কে পরিবে । দেখিয়ে মত্ত মনেরে, লাজ ভয় ভয় করে, 緩 বারণে বারণ, নাহি নিবারণ, বিনে জ্ঞান কে শুনিবে { ১ { জানি হে নাথ তোমার যে মত পিরীতে হে কত মত ব্যবহার । ভুলায়ে নয়ন হরে লয়ে মন,হলে হে এমনদেখা পাওয়া ভার। ন দেখিলে তব মুখ, জীবন সংশয় দেখ, দিয়ে দরশন, দিলে প্রাণদান, ইহাতে হে প্রাণ ক্ষতি কি তোমার । ১ { মনে নাহি ছিল প্রাণনাথ পাইব তোমারে । সদয় হইবে শশী, কাতর চকোরে । পুনঃ অমুকুল নাথ, হইবে অধীনে, হেরিব ও বিধুমুখ ভূষিত নয়নে । পুরিবে মনের অাশা দুঃখ যাবে দূরে ৷ ১ ৷৷ যখন মদন মোরে, করিত দাহন, কোথা গেলে প্রাণনাথ বাচাও জীবন । এই চিন্তা বিনে আর, না হতো অন্তরে । ২ । ইমন ভূপালি । তাল হরি । প্রণি যেমন করে কহিব কারে কে কবে তীরে | দিবে নিশি ভালি আমি নয়ননীরে ।