পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
[ ৯১ ]

[ ৯১ ] বেহাগ বিঝিটি । তাল হরি । রবি মুথি কুসুম সম ভাব মোর সুধামুখি । দেখ দুষ্ট পাশে, উপরে বিশেষে, সমুখে নিরখি । বিরস বিধুবদন, দেখিতে না হয় যেন, বিরল দেখিলে, হৃদয় কমল, পরাণ অসুথি । ১ । তুমি তীব তবে হলে সুপামুখি পাগলিনী । সেই ধ্যান জ্ঞান, তার গুণগান, দিবস বজনী । অন্ত সন্ত বিষয়েতে, থাক ত্বমি অন্ত চিতে, তাহার প্রসঙ্গ হলে নানা রঙ্গ কুবঙ্গ নয়নী । ১ । মানিনী মানেতে রহিলে তুমি প্রাণ চলিল তব মান মোচন । মানের যতন অধিক রতন হতেছে বুঝি এখন । কি হইবে মান গেলে, এখন নাহি বুঝিলে, তব দুঃখে দুঃখি শুন ওলে! সখি তেঁই সে বলি এমন ॥১ । সকল রতন অধিক যেমন সই যন্তনে আমি দিলাম যাহাবে । বিহনে সে জন, আর প্রিয়জন, বলিব বল ক{হারে । ইহার অধিক হিন্ত,হইবাব যার মত,অবুঝ বুঝিবে তাহারে । যাহার কারণ, তুষিত নয়ন, অন্তর দহে অস্তরে { ১ । হউক বেনে সই কহিও নিদয়ে সদয় হওনে কি ক্ষতি । দেখ চাতকিনী তৃষায়ে ব্যাকুল নবঘন প্রতি ।