পাতা:মীরকাসিম - অক্ষয়কুমার মৈত্রেয়.pdf/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ পরিচ্ছেদ S S ዓ হইয়া অন্যান্য পণ্যদ্রব্য বিনা শুন্ধে বহন করিবার প্রস্তাব করিলেন । গভর্ণর যে সকল কথা স্বীকার করিয়াছিলেন, কাসিম আলির অনুরোধে তাহা লিপিবদ্ধ করিয়া নবাব দপ্তরে দাখিল করিয়া আসিয়াছিলেন । তাহার। প্ৰতিলিপি সর্বত্র প্রেরিত হইয়াছিল। ইংরাজগণ শুল্ক দানে অসম্মতি জ্ঞাপন করায়, তাহাদের নৌকা আটক হইয়াছিল। এই সকল সংবাদে ইংরাজমাত্রেই অশান্ত হইয়া উঠিলেন। এদিকে ইংরাজদববারের অভিপ্ৰায জ্ঞাত হইয়া, কাসিম আলিও ক্ৰোধ সংবরণ করিতে পারিলেন না । পূর্ব প্ৰতিজ্ঞ স্মরণ করিয়া কাসিম আলি দেশীয় বাণিজ্যের জীবনরক্ষার্থ শ্বেত-কৃষ্ণের প্রভেদ বিলুপ্ত করিয়া সর্বপ্রকার বাণিজ্য-শুদ্ধ রহিত করিবার জন্য ঘোষণাপত্ৰ প্ৰচারিত করিলেন । এই বিখ্যাত ঘোষণাপত্ৰ ১৯ সাবান তারিখে ( ১৭৬৩ খৃষ্টাব্দের ৫ই মার্চ ) রাজা নািত বৎ রায্যের বরাবর লিখিত হইল। ইহার প্রতি ছত্ৰে কাসিম আলর প্ৰকৃত চরিত্র পরিস্ফুট হইয়া রহিয়াছে। ইংরাঞ্জের সহিত কলহে লিপ্ত হইলে, সর্বস্বান্ত হইবার আশঙ্কা আছে ; এখনও প্ৰকাশ্য কলঙ্কে লিপ্ত হইবার সময় উপস্থিত হয় নাই ;-এই বিষয় কিছুমাত্র চিন্তা না করিয়া, কাসিম আলি রাজাজ্ঞা প্ৰচারিত করিলেন । ইংরাজেরা এই ঘোষণাপত্রের যে ইংরাজী অনুবাদ করিয়াছিলেন, তাহা অবিকল ऐछ्ङ शंशेन । Having been certainly informed that the greater part of merchants of my Country have suffered considerable losses, and have laid aside all traffic, sitting idlc and unemployed in thier houses,- Therefore with a view to the welfare and quiet of this kind of people, I have caused all duties of customs, chaukeedary Margan, collections upon 1.ew-built boats and other lesser taxes by land and water, for two years