ইঙ্গিত/রূপোপজীবিনী

উইকিসংকলন থেকে
রূপোপজীবিনী

গত রাত্রে রায় বাবুদের আসরে একটি তরুণের সুন্দর কাঁচা মুখ, সরল বিমুগ্ধ দৃষ্টি, তাহাকে বিহ্বল করিয়া তুলিয়াছিল। গাইতে গাইতে সে গানের পদগুলি ভুলিয়া যাইতেছিল, তথাপি সকলে তাহাকেই বাহবা দিতেছিল। তাহার কণ্ঠে কোথা হইতে এ উন্মাদনা আসিয়াছিল? জানালার ধারে বসিয়া আজ সে সেই কথাই ভাবিতেছিল।

হঠাৎ দেখিল রাস্তার ওপাড়ে সেই তরুণ তেমনি বিমুগ্ধ অথচ সশ্রদ্ধ দৃষ্টিতে তাহার দিকেই চাহিয়া রহিয়াছে। সে তাড়াতাড়ি উঠিয়া জানালাটা বন্ধ করিয়া দিয়া বিছানায় লুটাইয়া পড়িল।