ইঙ্গিত/ভিখারিণী

উইকিসংকলন থেকে
ভিখারিণী

আজ সে প্রথম ভিক্ষায় বাহির হইয়াছে। দিবালোকে বড় রাস্তার ধারে দাঁড়াইয়া সে সঙ্কোচে মরিয়া যাইতেছিল। তবু হাত যে পাতিতেই হইবে। এক একবার জ্বালাময় দৃষ্টিগুলিকে তাহার সর্ব্বাঙ্গে পড়িতে দেখিয়া, সে গলির ভিতর সরিয়া গিয়া, একটি থামের আড়ালে আপনাকে একেবারে মুছিয়া ফেলিতে চাহিতেছিল। হঠাৎ গাঁধী টুপী পরা একটি তরুণ কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার হাতে কিছু পয়সা গুঁঁজিয়া দিয়া ঝড়ের মতই কোথা চলিয়া গেল।