পাতা:মহর্ষি মনসুর - মোজাম্মেল হক.pdf/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰথম পরিচ্ছেদ রোমাঞ্চিত এবং হৃদয়-মন বিস্ময়াপুত ও কি এক অভূতপূৰ্ব্বভাবে বিভোর হইয়া অবসন্ন হইয়া পড়ে, এই পুণ্য সূতিকাগারে শিশু ৰূপে আজ তিনি আবিভূত হইলেন । তাহার সৌভাগ্যবান পিতা অনন্তর যথাসময়ে একটী শুভ দিনে আত্মীয়-স্বজন-বন্ধু বান্ধবদিগকে নিমন্ত্ৰণ করিয়া অানিয়া অতি সমারোহের সহিত তাহাদিগকে উপাদেয় পান-ভোজনে প্রীত করিলেন এবং শাস্ত্ৰ সঙ্গত বিধানানুসারে শিশুকে হোসেন মনসুর নামে আখ্যাত করিলেন ।* হোসেন মনসুর পরিশেষে যে এক জন ধৰ্ম্মাত্মা মহৰ্ষি নামে বিখ্যাত হইবেন, প্ৰথম হইতেই তাহার বিশিষ্ট লক্ষণ পরিলক্ষিত হইতে লাগিল । জন্মদিবসে তাহার । সাৰ্ব্বাঙ্গে কি যেন এক অপূৰ্ব্ব স্বৰ্গীয় জ্যোতিঃ প্ৰতিভাসিত এবং প্রাণমনোমুগ্ধকর অপাৰ্থিব সেীগন্ধে গৃহ আমোদিত হইতে থাকে ও তদীয় হৃদয়মধ্যে ঈশ্বর প্রীতির জ্বলন্ত নিদৰ্শনস্বরুপ এক মধুময় ভাব সঞ্চারিত হয় । হাস্যে, ক্ৰন্দনে, ক্ৰীড়নে ও হস্তপদাদির সঞ্চালনে সেই ঐশিক প্ৰেম অভিব্যক্ত । দৰ্শক শিশুর ভাব-ভঙ্গী দেখিয়াই বিস্ময়াপন্ন ও অজ্ঞান ! পিতা-মাতার আনন্দের অবধি নাই । আহা সে আনন্দ, সে স্বৰ্গীয় প্ৰফুল্লতা ঈদৃশ ক্ষণজন্ম৷৷ পুত্রের ভাগ্যবান পিতা ব্যতীত কি অপর কেহ অনুভব করিতে পারে ?

  • ইহার পিতৃদত্ত নাম হোসেন । সুতরাং আরবীয় প্ৰথানুসারে পুত্রের নাম

পিতার নাম-সংযুক্ত হইয়া হোসেন-বিন্‌-মন্‌স্কর হইবারই কথা । কিন্তু তাহা হয় নাই—বিন শব্দটী লোপ হইয়া হোসেন মনসুর এবং শেষে কেবল মনসুর নামেই অভিহিত হন । আমরাও তজন্য তঁাহার এই নাম ব্যবহার করিলাম । -