পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
[ ১১৫ ]

খাম্বাজ । জাল জলদ তেতাল । তোমাব এ ভাবে ভাব, কেমনে রহিবে, তুমি হে চঞ্চল অতি বুঝে না বুঝিবে ৷ ১ ৷৷ অর্ণর অামি কারে কহিব জাপন । জানিযে না জান যদি শুন ওহে প্ৰাণ । যে ৰূপ যতন মোব তোমার কারণ । কহিতে সে সব দুঃখ বিদরে পাষাণ ।। ১ । Lতামাব অধিক অtল অাছে কি রতন । তোমারে ভুলিষে তাতে মজাইব মন । ই । বলন কেমনে রহিব সই নাথ বিহনে । রপত্র দিন মোব, অন্তর নিবন্তর, কাতর তাব কারণে । অতি সুখ লোভে fপরীতি কবি,দেখনা এখন বিরহে মরি, জাগে কি জানিব, পরাণ হারান, দহিব দুঃখ দাহনে ॥১। যদি মনে কবি ত্যজিব তারে, বিরহে দ্বিগুণ দাহন করে, কামিনী সরলে, প্রেম রস ছলে,ভুলালে সুধাবচনে । ২ । পিরীক্তি এমন কেমনে সই আগে জানিব । জানিলে এ প্রেম, নাহি কবিতাম, পরাণ কেন হারাপ { যতনে যাহারে সপিলাম প্রাণ,সদাই চাতুরী কবে সেইজন, দেখিছে তাহারে, হুইল সাধেরে, কাছারে দুঃখ কহিব।।১। যদি মনে ধৈরজধরিয়ে থাকি,করয়ে রোদন সঘনে লাথি, অঙ্গ আপনার,বশ হলো তার, কাহার অামি হইব । ২ ।