পাতা:পত্রাবলী (১৯১২-১৯৩২) - সুভাষচন্দ্র বসু.pdf/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

 আমার নিজের কর্ত্তব্যাকর্ত্তব্য সম্বন্ধে একটু ভেবে রাখবেন। দেখা হলেই প্রথম প্রশ্ন এই বিষয়ে করব। আপনার মতের যে আমার কাছে কত মূল্য তাহা বোধ হয় আপনি জানেন। আপনার মত না নিয়ে আমি এখন কোনও কাজে হাত দিতে চাই না।

 আশা করি ওখানকার সব কুশল। আমার ভক্তিপূর্ণ প্রণাম জানবেন। ইতি—

আপনার সেবক
সুভাষ
১৪০
Kelsall Lodge
Shillong
১৫।১০।২৭

পরম পূজনীয়া মা,

 শ্রীচরণেষু—

 আপনার ৬ই তারিখের চিঠি ৯ই তারিখে পেয়েছি। আমি ২নং বেলতলা রোডের ঠিকানায় ইতিপূর্ব্বে যে ২।৩ খানা চিঠি দিয়েছি আশা করি তাহা পেয়েছেন।

 আমার বিজয়ার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন।

 আপনি লিখেছেন—“কোনও বিষয়ে আমার সাহায্য তোমরা আশা করো না।” একথাগুলি প’ড়ে বড় ব্যথিত হয়েছি; ব্যথিত হয়েছি নিজের জন্য নয়, দেশের কথা ভেবে। আজ বাংলার বড় দুর্দ্দিন। Wholetime কর্ম্মীর বড় অভাব। মিঃ সেনগুপ্ত কংগ্রেসের কাজ একরকম ছেড়ে দিয়েছেন বললে অত্যুক্তি হয় না। কিরণবাবু আমাকে নোটিশ দিয়েছেন যে অক্টোবর মাস থেকে তিনি আমার উপর বোঝা চাপিয়ে অবসর গ্রহণ করবেন। তুলসীবাবুর দেশের কাজে আর বিশেষ উৎসাহ বা আগ্রহ আমি দেখি না। Big Five-দের আপনি

৩৫৫