পাতা:পত্রাবলী (১৯১২-১৯৩২) - সুভাষচন্দ্র বসু.pdf/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

আমরা বোধ হয় হারব না। একরকম ভালই আছি। আমার ভক্তি পূর্ণ প্রণাম গ্রহণ করবেন এবং সকলকে আমার ভালবাসা দিবেন।

ইতি—

আপনাদের সেবক

সুভাষ
১৫০
1, Woodburn Park
Calcutta
৯।১২।২৯

শ্রীচরণকমলেষু—

 মাগো, অনেকদিন আপনাকে পত্র দিতে পারিনি। কিছুকাল যাবৎ খুব বেশী রকম ঝঞ্ঝাটের ভিতর দিয়ে যাচ্ছি। বোধ হয় কারামুক্তির পর এত ঝঞ্ঝাট কোনও দিন আসেনি। সর্ব্বদা আপনার স্নেহাশীর্ব্বাদ আমাকে ঘিরে রেখেছে—এই অনুভূতি আমার অশেষ সান্ত্বনা ও শক্তির আকর। আমার এই বিপদের সময়ে আপনি না থাকলে আমার কি অবস্থা হ’ত জানি না। কিন্তু যদিও আপনার presence-এর অনুভূতি সর্ব্বদা পাই, তবু কাছে যেতে খুবই ইচ্ছা করে—একথা বলা বাহুল্য। কবে যেতে পারব জানি না।

 এবার Central Provinces-এ গিয়ে তরুণদের মধ্যে বেশ propaganda করে এসেছি। মাঝখানে আমার অনুপস্থিতির সময়ে আমাকে Trade Union Congress-এর President করে দিয়েছে।

 সেনগুপ্তের দল আমাদের অপদস্থ ও বিধ্বস্ত করবার জন্য বার বার প্রাণপণ চেষ্টা করেছে—এখনও কৃতকার্য্য হতে পারেনি। এখন আমাদের dispute পণ্ডিত মতিলালের হাতে। যদিও আমরা election-এ অন্যায় কিছু করিনি। তবুও কেন যেন আশঙ্কা হচ্ছে যে

৩৬৮