পাতা:পত্রাবলী (১৯১২-১৯৩২) - সুভাষচন্দ্র বসু.pdf/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

State-এর কোনও হাত নাই)—যেই ডাক আসিল—অমনি সকলে নিজ নিজ স্বাধীনতা ত্যাগ করিয়া সশস্ত্র নতশিরে উপস্থিত। সব সমবায়ের পক্ষে এই নিয়ম; সাধারণতঃ কার্য্য নির্ব্বাহের জন্য—সকলের একটা voice আছে।.....

 Autocracy [র] ফলে, উপযুক্ত লোকের অভাবে কাজের বড় ক্ষতি হয়। Council-এ নৈসর্গিক নিয়মানুসারে যাহার জ্ঞান, বিজ্ঞতা, অভিজ্ঞতা প্রভৃতি অধিক —তাহার কথার মূল্য বেশী হইবে— এবং তাহার কথা লোকে বেশী শুনিবে। তবে তাহার কথা বা উপদেশ সকলে গ্রহণ করিবে—for their intrinsic worth and not because they are coming from him

 Organisation-এর এইরূপ মাপকাঠি হইলে Jesuit সম্প্রদায়কে criticise করা শক্ত নহে। এখন সৌসাদৃশ্য দেখা যাক্।

 Protestantism—Western civilisation and western influence.

 Counter reformation—Indian renaissance in national and spiritual life.

 Loyola—began as a man of action ended life as a religious man.

 Paris—!

 Churh—religions and Country.

 Chastity—poverty and obedience (absolute)

 General—the absolute Commander.

 ৮। Relief from ordinary duties of life.

 * * *

প্রত্যেক সম্প্রদায় ও সমবায়ের ইতিহাস একই রকম।

 এদের motto মোটামুটি মন্দ নয়। Chastity and poverty এটা অবশ্য চাই। তার পর obedience-এর কথা পূর্ব্বে বলেছি।

৫৫