পাতা:পত্রাবলী (১৯১২-১৯৩২) - সুভাষচন্দ্র বসু.pdf/৩৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পরবর্ত্তী চারখানি পত্র শ্রীযুক্তা বাসন্তী দেবীকে লিখিত

১৪৪
C/o S. K. Basu Esq.
E. Road
Jamshedpur
3-10-28

 শ্রীচরণেষু—

 মা, এখানে কাল এসে পৌঁছেছি।—একরকম ভাল আছি। আজ রাত্রে নাগপুর রওনা হচ্ছি—৯ই তারিখে ফিরব। কলিকাতায় বোধ হয় ১২ তারিখ নাগাদ পৌঁছিব। আপনারা কেমন আছেন? পথে কোন কষ্ট হয়নি তো?

 আমার প্রণাম জানবেন। ইতি—

সেবক 
সুভাষ 
১৪৫
C/o S. K. Basu Esq.
E. Road
Jamshedpur
১৫।১০।২৮
সোমবার

শ্রীচরণেষু—

 মা, শুনলুম যে কাগজে বেরিয়েছে যে আমি ১৬ তারিখে পুরুলিয়া যাচ্ছি। খবর কোথা থেকে বেরিয়েছে আমি জানি না—কারণ যাওয়ার স্থিরতা এখনও নাই। এ সপ্তাহের মধ্যে কলিকাতা যাবার ইচ্ছা আছে এবং যাওয়ার পথে পুরুলিয়া যাবার ইচ্ছাও আছে। কিন্তু বেশীদিন থাকা সম্ভব নয়, কারণ কলিকাতা থেকে যে চিঠি পেয়েছি—

৩৬৩