পাতা:পত্রাবলী (১৯১২-১৯৩২) - সুভাষচন্দ্র বসু.pdf/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

করুক বা বোঝাক—সে কখনও Convinced হবে না যে তার ভাবের পরিবর্ত্তন হয় নাই। মানুষ যদি এরূপ স্থলে বেশী চেষ্টা করে নিজেকে explain করিতে তাহা হইলে লোকের বিপরীত Conviction-ই বদ্ধমূল হয়। যাক্—

 যদি কেহ মনে করে যে আমার ভাবের পরিবর্ত্তন হয়েছে বা I am not what I was—তবে সেটা আমার পক্ষে বড় দুঃখের এবং দুর্ভাগ্যের কথা। তুমি ইহা মনে কহিবে ইহা আমি ভাবি নাই।

 আমরা যেরূপ দিনকালে এবং যেরূপ জগতে বাস করিতেছি। তাহাতে Sentimentগুলি অবাধে না ঢালিয়া দিয়া পুরিয়া রাখিতে হইতেছে। The whole of nature is forcing us into this.

  আসল কথা হচ্ছে—ব্যাধিটা তোমারই আর কাহারও নয়— সেটা হচ্ছে আমি যাহা বহু কাল হইতে বলিয়া আসিতেছি এবং যাহা সংশোধন করবারও অধিক চেষ্টা করিয়াছি—মানসিক বিকার। এটির যতদিন আরোগ্য না হচ্ছে—ততদিন জগৎটা—শুধু আমি কেন—বিকারগ্রস্ত বলিয়া বোধ হইবে।

 তুমি কি Presy. College থেকে কোন উত্তর পেয়েছ?

ইতি— 
সুভাষ 
৪৩
Y. M. C. A.

Calcutta University Infantry
Shooting Camp
Belghurria, E.B. Rly.

৫ ৪।১৮

 তোমার পত্র পেয়েছি। আমি Univ. Institute-এ সেদিন যাই নাই। কারণ সেদিন Camp-এ যাবার কথা ছিল—ডাক্তারের

৭৫