পাতা:অনাথ আশ্রম - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নেত্র অশীতি তোঁর এই ধার আমায় যদি এখন পেতে হয়, [ { তাহ’লে বিশ্বকর্ম্মাকে দশ বৎসর ধ’রে আবার | | আমার চোক । দুটোকে চাচিতে হবে। -- কমলা। তারার জন্য এখন কি করি বলুন। গুরু। তুমি একটু পেছনে থেক ! কি আর করবে ? ? কমলা। বীণাকে cलन । . . গুরু । জানে ত কি করব ? আমি ত আর ব’লে ব’লে বেড়াচ্ছি না। ভাল কথা, তারা বীণাকে আজ মন্দিরে আসতে বারণ ক’র। আমি এখন চল্লেম ; ফুলগাছের গোঁড়ায় জল দিয়া আমার সঙ্গে একবার দেখা ক'র । , ( প্রস্থান।) কমলা । পুর্থীরাজকে দেখে তাত বুঝতে যেন আর জানতে না। পারি। আর না পারি, তারাকে দেখে কেমন ; গড়। ! মাড়িয়ে ফেলেছিল ! / কেমন বোধ হয়। বাবা বুঝতে পাচ্চেন না, কিন্তু আমার বোধ হচ্চে ও যেন বাপের জন্য । কি একটা করবে। তারার জন্যই আমার যত ভয়, এত আর কারও জন্য নয়। ও: ! বিলুপ্ত । সুখের স্মরণেও কি যন্ত্রণা ? বাপের পূর্বাবস্থার বেড়াচ্চে। কথা শুনে অবধি তারা যেন পাগলিনীর মত * . $ौऊ বল মা বল মা ত্রিনয়নে ! / আর কত আছে তোর মনে ? ) - - রাজার নন্দিনী জনম দুঃখিনী, । ভিখারিণী বেশে ভ্রমে বনে বনে ! ! দয়াময়ি ! গেছে কি মা দয়া, বর বৃদ্ধ-বুঝতে বাব কি আমি ? | করিয়ে আকুল প্রাণ, যে গায় মা তোর গান ৷ তারে তুই ডুলিলি কেমনে । । (বীণার প্রবেশ। ) { বীণা + বিলি ওগো গায়িকা ঠাকরুণ। . সুধু সুধু গান গােচ্ছ,-বলি বীণা চাই ? : কমল । * এত দেরি ক’রে আসতে হয় ? | বীণা। এই লও তােমার কলসী-কি গান গাচ্ছিলে ভাই ? শোনাবাৱ জন্য ছুটে আসছিলেম, কিন্তু যেই আমি এলেম, অমনি বন্ধ হয়ে গেল। গানটী আবার গাও না ভাই ! কমলা। গান গাচ্ছিলেম। আমি ? কৈ আমার ত মনে হয় না। : বীণা ৷ কেন মনে তোমার কি হয়েছে ? কথায় কথায় ভুল। কেন দাদা এখানে নাই ! ব’লে ? : । তোর দাদার সঙ্গে আমার মন কমল } গিয়ে কি কবুবে ভাই ? তারই মন আমার ঘরে গড়াগড়ি খাচ্চে। সে দিন আর একটু হ’লেই । বীণা ৷ তবে এত ভুল হয় কেন ? কমলা । তোর মুখ দেখলে সব ভুলে যাই ! তোর মুখে কি মাখান আছে বলতে | কমলা । বলাই! তবে আমি চলে যাই। বীণ। না ভাই। আমি একলা গাছে | জল দিতে পারব না-না ভাই ! কমলা। বল, তবে আর অমন কথা বলব না। दौol। ई। डॉछे ! निर्षि अकि कॉल फभन { বিমর্ষ হয়ে থাকে কেন বলতে পার ? -- কমলা। তোর দিদিই জানে ; আর ! আমিও কতক কতক জানি । ,