পাতা:অনাথ আশ্রম - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• বীণা। কোথায়-কোথায় ? ? লক্ষ্মী। এই যে আমাদের বাড়ীর দ্বারের | | কাছে রক্ষা করেছে। তা’রা নিয়ে যাচ্ছিলো, । । আমি তোদের দেখা’ব ব’লে একটু রাখতে || ; | গুরু। আমার কথার মর্ম্ম বুঝেছি কুমার ? : বলেছি। তারা কোথা গেল ? : কমলা। তুমি যাও, আঁমি তাকে খুঁজে নিয়ে এখনি যাচ্চি। হঁহা বীণা ! তোকে যা প্রশ্ন করলেম তার জবাব तिनिनि। डॉल स्रांद्र ७की कथा छिद्धना করি। ঠিক জবাব দিবি-তামাসা কচি না। বীণা ৷ কি বল ? কমলা । যে এই সিংহ শীকার ক’রেছে, সে যদি পরম সুন্দর রাজপুত্র হয়, আর তোকে দেখে সে যদি বে করতে চায়, তা হ’লে তুই কি ? তাকে বে করিস ? : বীণা । সুদ্ধ আমোদ অনুভবের জন্য যে প্রাণীহিংসা করে, সে দেবতা হ’লেও তাকে { বিবাহ করি না । কমলা । আমি তাই জিজ্ঞাসা কছিলেম । (স্বগত) একি এক উপাদান ? দুই ভগ্নীই কি এক ছাচে ঢালা ! তার কাছে প্রস্তাব কল্লেম, সে বলে “যে আমার পিতৃরাজা উদ্ধার কাবে, তাকে বিবাহ করব। আমি রূপ বুঝি না, আমি গুণ বুঝি না, আমি পুরুষ বুঝি না, আমি কাপুরুষ বুঝি না”। এর আবার একি উত্তর।! তবে কি গুরুদেবের সকল চেষ্টা বিফল হবে ? । दीक्षा। छन् ना डाई ! लैष्मि ब्रहेलि cra কমলা। চল যাই । ] (প্রস্থান।) ( লক্ষ্মীর প্রস্থান । ) { গুরুদেব ও পৃথ্বীরাজ। পৃথ্বী। গুরুদেব ! কর্ণে মন্ত্র দিলেন যখন, । তবে কেন প্রশ্ন আর দাসে ? আজ্ঞাবহ । চিরদাস ; আদেশ পালনে চিরকাল । যাপিবে জীবন। দুটী কথা নাই। আর তার। - গুরু। শুন শুনহে কুমার ! বলিয়াছ আগে, তব অনুরাগ, মহাকালী মন্ত্রে দীক্ষিত করিনু তোমা আজি। বলিয়াছি সন্দেহের দায় যেন ধরে না তোমায়। পুত্র সম তুমি যুবরাজ ! তোমা হেরে অপুত্র নরক দায় করেছি সংহার। - পৃথ্বী। বাধা কিসে তবে মৃগয়ায় ? বাধা কিসে সিংহাসনে রুণ ? কি এমন দোষ মম ভ্রমিতে দেষিলা বনে সিংহ অন্বেষণে । গুরু। বনে বনে অনশনে, আহত কেশরী অন্বেষণ, মোর মতে নির্ব্বোধের কাজ । । द्रद्धझे अछांश अ5ि१ । পৃথ্বী। কেন গুরো ? গুরু । একে ঘন তরু দল ; নয়নের বল প্রতি পদে যেথা বাধা পায়, যুবরাজ ! সেথা তুমি কি খুজিতে ছিলে ? বাধা, বাধা প্রতি পথময়, হস্ত পদ নিজ বশে नम्र, दल ७ 6श्न जभी कि औकों করিতে কুমার ? রক্তক্ষয়ে বলহীন, যা শ্রান্ত মহাশ্রমে, তাহে দারূণ পিপাসা পীড়ন করেছে তোমা শোণিত পতনে, বল বলহে কুমার ! সে ঘোর বিপদে