পাতা:আত্মচরিত (৩য় সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እኴፃa ] . রাণাডে৷ মহাশয়ের সহিত সাক্ষাৎ SRn96: সম্মুখে একটি তাকিয়ার উপরে একখানি সংবাদপত্র, তাহাই তিনি । পড়িতেছেন। চন্দাবারকার। আমাকে লইয়া পরিচয় করাইয়া দিলেন । তিনি আমাকে নমস্কার করিয়া বসিতে বলিলেন । তার পর প্রত্যেক কথায় এমন কিছু শুনিতে লাগিলাম ও শিখিতে লাগিলাম, যাহা তৎপূর্বে শিক্ষিত মানুষদের মুখেও শুনি নাই। উঠিয়া আসিবার সময় র্তাহার সামান্য বেশ ও সবিনয় ব্যবহারের কথা স্মরণ করিয়া ভাবিতে লাগিলাম, শিক্ষিত বাঙ্গালী পদস্থ লোক ও বোম্বাইয়ের পদস্থ লোকে কত প্রভেদ । বাঙ্গালী পদস্থ লোকেরা হাব ভাব পোষাক পরিচ্ছদে বড়লোক হইয়া পড়েন এবং অনেক ব্যয় করেন। বোম্বাই প্রেসিডেন্সির ভদ্র ও পদস্থ লোকেরা পোষাক পরিচ্ছদের প্রতি তত দৃষ্টি রাখেন না। ইহা একটি চিন্তা করিবার মত” কথা । এই প্রসঙ্গে স্মরণ হইতেছে যে, আমি পরে এক বার প্রচারে গিয়া ( ১৮৮৪ সালের ৬ই ডিসেম্বর হইতে কয়েক দিন) পুণা নগরে এই মহাদেব গোবিন্দ রাণাডে৷ মহাশয়ের ভবনে অতিথি হইয়াছিলাম। এখানেই তাহার বর্ণনা করিতেছি । সেবারেও রাণাডে৷ মহাশয়ের দৈনিক জীবন দেখিয়া আমি মুগ্ধ হইয়াছিলাম। তিনি বোধ হয় তখন পুণার স্মল কাজ কোটের জজ। এরূপ পদস্থ এক জন বাঙ্গালী ভদ্রলোক হইলে তঁহার ভবনে কি বাহ বিলাসের প্রাদুর্ভাব দেখিতাম ! জুড়ি, গাড়ি, পোষাক, পরিচ্ছদ, দাস দাসীর ধূম দেখিতাম। কিন্তু রাণান্ডের ভবনে তাহার কিছুই দেখিলাম না। তিনি কোর্ট হইতে আসিয়াই রাজকীয় পরিচ্ছদ ত্যাগ করিয়া তাহার মারহাট লালপেড়ে ধুতি, বেনিয়ান ও লালপেড়ে চাদর, ও চটি পড়িয়া আমার সহিত বহিত্রিমণে বাহির হইতেন। ফিরিয়া আসিয়া একটি কাঠের দোলার উপরে বসিতেন। তঁহার প্রাইভেট সেক্রেটারি সংবাদপত্র সকল লইয়া মাটিতেই বসিতেন ; বসিয়া এক এক খানি কাগজ লইয়া পড়িতে আরম্ভ করিতেন। এক এক প্যারাগ্রাফের দুই পংক্তি