পাতা:আত্মচরিত (৩য় সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

為ケ& শিবনাথ শাস্ত্রীর আত্মচারিত [ ৭ম পরিঃ বলিলেন, “ওহে, তুমি ওঁকে ইংরেজী শেখাও তাঁ।” তদনন্তর তিনি আমার ছাত্রী হইলেন। কেশব বাবুর্তাহার প্রকৃতির সরলতা জানিতেন। তিনি farts &CS 3 Stefa Children's Magazine 8 reading books আনিয়াছিলেন। তাহার একখানি তঁহাকে পড়াইবার জন্য দিলেন। আমি হাসিয়া বলিলাম, “এ যে ছোট ছেলেদের বই।” তিনি বলিলেন, “আ রে, উনি প্রথম ইংরেজী পড়বেন তা ? হ’লই বা ছোট ছেলেদের বই। তুমি পড়াতে আরম্ভ কর না, দেখবে, উনি মনে ছোট ছেলেই আছেন।” কাজেও তাহার প্রমাণ পাইলাম। র্তাহার পাঠ্য পুস্তকে একটি ছোট মেয়ের ছবি ছিল, তাহার মাথায় কেঁকুড়া কেঁকুড়া চুল। মেয়েট দেখিতে সুন্দর, কিন্তু বড় দুষ্ট। ঐ ছবির সঙ্গে তাহার দুষ্টামির অনেক গল্প আছে । আচার্য্য-পত্নী তাহার জীবনে এত দুষ্টামির কথা বোধ হয় শোনেন নাই। তিনি পড়িয়া বড়ই বিরক্ত হইয়া গেলেন ; ছবিটা পর্য্যন্ত র্তাহার চক্ষের শূল হইয়া দাঁড়াইল। এক দিন পড়িবার জন্য যেই বই খুলিয়াছেন, অমনি সেই ছবিটা বাহির হইল। তিনি দেখিয়া রাগিয়া গেলেন ও নিজের মনে মনে বলিতে লাগিলেন, “মা গো মা ! কি দুষ্ট মেয়ে! দেখলেই রাগ হয়।” আমি শুনিয়া হাসিয়া বলিলাম, “রাগেন কার উপরে ? ও যে ছবি । আর ও সব যে কল্পিত গল্প !” তিনি সেদিকে কান দিলেন না। তঁহার দ্বিতীয় কন্যার উল্লেখ করিয়া আমাকে জিজ্ঞাসা করিলেন, “তার চুলগুলো কি কেটে দেব ? তারও চুলগুলো ঠিক এমনি কেঁকড়া কেঁকড়া, দেখলে ঐ ছবিটা মনে পড়ে।” আমি শুনিয়া হাসিতে লাগিলাম। আর এক দিনের আর একটি ঘটনা উল্লেখযোগ্য। এক দিন আমি কেশব বাবুর সহিত কোন বিশেষ বিষয়ে আলাপ করিবার জন্য তঁহার ঘরে গেলাম। তখন তঁাহার বিশ্রাম করিবার সমন্ধ। কিন্তু দেখিলাম, DDD DBB DDD SS SBDDBDB iBDD SDDBB BDBBLuBDB DD DBBBS