পাতা:আত্মচরিত (৩য় সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৪৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ッャャ] ইংরাজ জাতির সৎকার্য্যে দান ՖԳ Տ তাহা লণ্ডন ইউনিভার্সিটীির প্রফেসরগণের ও অপরাপর বিজ্ঞানবিং পণ্ডিত দিগের মধ্যে অনেকে বিনা বৃত্তিতে দিয়া থাকেন। ইংরাজ জাতির সৎকার্য্যে দান।—ইংরাজদিগের এইরূপ সদনুষ্ঠানে দান প্রবৃত্তি যে কিরূপ, তাহ দেখিয়া আশ্চর্য্যান্বিত হইতে লাগিলাম । এক বার শুনিলাম, ঐরূপ একটি ইনষ্টিটিউটের জন্য এক জন ভদ্রলোক ১০। ১২ লক্ষ টাকা দান করিলেন, কিন্তু কে দিলেন জানিতে পারা গেল না। ধনী মধ্যবিত্ত ও দরিদ্র, সকলেরই মধ্যে আশ্চর্য্য দান প্রবৃত্তির নিদর্শন দেখিতাম। যে বাড়ীতে আমি থাকি,তাম, সে বাড়ীতে অনেক বার এইরূপ ঘটনা হইয়াছে যে, মেয়েরা সায়ংকালীন আহারের পর বৈঠক ঘরে বসিয়া পড়িতেছেন ও কাজ করিতেছেন, এমন সময় একটি মেয়ে খবরের কাগজ পড়িতে পড়িতে বলিয়া উঠিলেন, Ti, দেখ! দেখা! একটা নতন কাজের আয়োজন হচ্ছে। আমরা কি কিছু সাহায্য করতে পারি না ?” এই বলিয়া কাগজ হইতে কাজটির বিবরণ পড়িয়া শুনাইলেন। মা বলিলেন, “রোস, দেখি, দিবার মত কি আছে ৷’’ এই বলিয়া ? তাহার হিসাবের খাতা আনিয়া হিসাব দেখিতে বসিয়া গেলেন। কিয়ৎক্ষণ পরে বলিলেন, “আমরা পাচ শিলিং দিতে পারি।” তখনি মনিঅৰ্ডার লোগে পাচ শিলিং। ঐ কাজের সেক্রেটারির নামে পাঠান হইল। দেখিয়া আমি ভাবিলাম, অপরাপর অভ্যাসের ন্যায় habit of public charity S ( 812Ír GFefe 5*P: KFCT ere Tir প্রবৃত্তিও) সঙ্গ ও অবস্থাগুণে ফুটিয়া থাকে। যে দেশের লোকের মনে s? at 95 ft ( habit of public charity) Cricts riff, at Crces মানুষকে ভাল কাজের জন্য দ্বারে দ্বাবে ভিক্ষা করিয়া বেড়াইতে হয় । লোকে মুঠা করিয়া পয়সা ধরিয়া বসিয়া থাকে ; যে জোরে মুঠ খুলিয়া লইতে পারে। সেই পায় ; অন্যে পায় না। আমাদের দেশের যেন এই অবস্থা ।