পাতা:আত্মচরিত (সিগনেট প্রেস) - শিবনাথ শাস্ত্রী.pdf/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপতম পরিচ্ছেদ ॥ ১৮৭o-১৮৭২ arpretaris VGNP vpaa দীক্ষার পর কেশবচন্দ্র সেনের সহিত আমার ঘনিষ্ঠত হয়। তাঁহাতে আমাতে এমন একটা কি ছিল, যাহাতে তিনি আমাকে দেখিলেই প্রীত হইতেন, আমিও তাঁহাকে দেখিলে প্রীত হইতাম। আমার সঙ্গে তাঁহার হাসি ঠাটা রসিকতা চলিত। একবার একজন আমাকে বলিয়াছিলেন, “কেশববাবর মনের একটা চাবি তোমার কাছে আছে।” তাঁহার নিকট আমার মনের ভালো মন্দ কোনো কথা বলিতে সঙ্কোচ বোধ হইত না। অবাধে সকল কথা তাঁহার কানো ঢালিতাম। এমন কি তাঁহার যে কথা আমার মনের সঙ্গে না মিলিত তাহাও তাঁহাকে জানাইতে আমার সঙ্কোচ বোধ হইত না। তাঁহার সহিত আমার কিরােপ হাসি ঠাট্টা চলিত, তাহার কয়েকটি দন্টান্ত এখানে উল্লেখ করা মলদ নয়। একবার হরিনাভি ব্রাহামসমাজের বাষিক উৎসবে প্রাতঃকালীন উপাসনাতে আচায্যের কােষ করিবার জন্য আমি তাঁহাকে রাজি করি। আমি তখন হরিনাভি স্কুলের হেডমাস্টার। তিনি প্রত্যুষে কলিকাতা হইতে যাত্রা করিয়া প্রাতে গিয়া আমার বাড়িতে উপস্থিত হইলেন। আমি তাঁহার প্রাতরাশের জন্য কিছ খাবার প্রস্তুত রাখিয়াছিলাম। আমি জানিতাম, তিনি প্রাতে অপরাপর জিনিসের মধ্যে ভিজা ছোলা ও আদা খাইয়া থাকেন। সতরাং ভিজা ছোলা ও আদা প্রস্তুত রাখা হইয়াছিল। ভিজা ছোলা দেখিয়াই তিনি ভারি পশি হইলেন। বলিলেন, “বাঃ, আমি যে প্রাতে ভিজে ছোলা খাই, তাহা জানিলে কিরাপে ?” আমি বলিলাম, “এ আবার আশচযের বিষয় কি ? আপনার দৈনিক রীতির যদি এতটকুও না জানলাম, তবে আপনার সঙ্গে কি মিশলাম ? কিন্তু জিজ্ঞাসা করি, আপনি এত ভিজে ছোলা ভালোবাসেন BDE DDD DDD DDBDS S SDB BBDB BB DBSS BDBBD DBDSBBLBD BDD কেমন ?” বলিয়াই হাসিয়া আবার বলিলেন, “শািন্ধ গাড়িতে যাতে টানানো নয়, চাবক মারতেও তো কসর কর না।” তখন আমরা মধ্যে মধ্যে তাঁহার কাজের সমালোচনা করিতাম। এই চাবক মারার অর্থ তাহাই। শনিয়া আমি হাসিয়া বলিলাম, “বেআদবী মাপ করবেন, আপনি বেদীতে বসে চাট মারতেও তো ছাড়েন না।” এই কথা লইয়া খাব হাসােহাসি পড়িয়া গেল। আর একবার আমার একটি বন্ধীর কন্যার নামকরণে তাঁহার উপাসনা করিবার কথা। সন্ধ্যা ৭টার সময় উপাসনা আরম্ভ হইবে, এইরূপ স্থির ছিল। আমরা বসিয়া আছি, তিনি আর আসেন না। তিনি গবর্ণর জেনারেলের বাড়িতে এক সান্ধ্য BDBDBD BDBBBD DDD BDBBDS DD BBB BBD DDDBD DuDD DBBD এদিকে ৮টা বাজিয়া গেল, ৮uটা বাজিয়া গেল, তাঁহার দেখা নাই। অবশেষে প্রায় ৯টার সময় আসিয়া উপস্থিত হইলেন। আমি হাসিয়া বলিলাম, “আপনি বড় SOW