পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৫০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

yvə %-YƏ obr ] P(gainea 8 (t তাহাতে স্বতঃপ্রবৃত্ত হইয়া লোকে যাহা দিত। তাহা দ্বারাই সমুদয় ব্যয় চলিয়া যাইত। গুরুদাস সর্বত্যাগী হইয়া আসিলেন। তৎপরে শ্রীযুক্ত কাশীচন্দ্র ঘোষাল নামে বিক্রমপুরের একজন ব্রাহ্ম তাহার জুতার দোকান তুলিয়া দিয়া আসিলেন। ক্রমে ক্রমে আরও অনেকে আসিলেন। ইহার মধ্যে অনেকে আবার চলিয়া গিয়াছেন। আশ্রম ভিন্ন ভিন্ন, বাড়ীতে থাকিয়া অবশেষে সমাজ পাড়াতে সমাজের নির্ম্মিত প্রচারক-ভবনে প্রতিষ্ঠিত হইল ; এবং অদ্যাবধি সেইখানেই 5ỉ[g ! “আশ্রমের ইতিবৃত্ত” নামে একখানি হস্তলিখিত পুস্তক আছে, তাহাতে DLD DBBDD DBBu DBDDD BBBS SKL S DBDB DBBD MLB অব অধিক লিখিলাম না । কেবল কয়েকটী বিশেষ ঘটনার উল্লেখ করিতেছি। আশ্রম যখন স্থাপিত হইল, তখন আমার হাতে একটা পয়সা ছিল না । এমন কি, বসিয়া লিখিবার জন্য যে একখানি চেয়ার ও ডেস্ক কিনি, সে পয়সারও অভাব ছিল । অথচ আশ্রম স্থাপনের উপাসনাতে যে-সকল বন্ধু আসিয়াছিলেন, তঁহাদের কাহারও কাছেও কিছু চাহিলাম না। মনে এই ভাব ছিল, এ কার্য্য যদি জগদীশ্বরের অভিপ্রেত হয়, সাহায্য আপনি আসিবে, স্বতঃপ্রবৃত্ত দানের দ্বারা চলিবে। আশ্চর্য্যের বিষয় এই, দুই দিন যাইতে না যাইতে ইংলণ্ড হইতে প্রোফেসার ফ্রান্সিস নিউম্যানের প্রেরিত ১৫২ পািনর টাকা আসিয়া উপস্থিত। তিনি ক্লিখিয়াছেন, “তুমি ব্রাহ্মসমাজের যে কাজে ব্যয় করিতে LDSS DDDD S SBDD B BD BDS BBBDB BBBD BDDY যাহা কিছু প্রয়োজন ছিল, তাহা কেনা হইল। এই ভাবাপন্ন হইয়াই, যে রালকাটীর হাতে বাড়ীতে বাড়ীতে বাক্স পাঠাইয়াছিলাম, তাহাকে DDB DBBSBDuDEL DD BB S DB D DB DBS কেৰল বাক্সটী লইয়া বাড়ীতে বাড়ীতে গিয়া দাড়াইবে, স্বতঃপ্রবৃত্ত হইয়।