পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VORM শিবনাথ শাস্ত্রীর আত্মচাবিত Set if ম্যাজিষ্ট্রেট সাহেব অগ্রেই Madmas Matz এ আমার নাম শুনিয়াছিলেন এবং আমার চিঠি পড়িয়াছিলেন। তিনি ব্রাহ্মসমাজের বিষয় শুনিতে ব্যগ্র ছিলেন, সুতরাং অনুরোধ করিবামাত্র তিনি স্কুলগৃহ দিতে এবং সভাপতির আসন গ্রহণ করিতে স্বীকৃত হইলেন। বক্তৃতার পরে ইংরাজেরা আমাকে ঘেরিয়া ফেলিলেন । জিজ্ঞাসা করিতে লাগিলেন, আমি তাহদের সঙ্গে চা খাইতে প্রস্তুত কি না ? আমি বলিলাম, “প্রস্তুত।” তাহারা নিমন্ত্রণ করিতে চাহিলেন । কিন্তু আমি পরদিন ৰোটে রাজমহেন্দ্রী যাইব বলিয়া নিমন্ত্রণ লইতে পারিলাম না। রামকৃষ্ণয়া বক্তৃতাস্থলে উপস্থিত ছিলেন। তিনি যখন দেখিলেন, সহরের বড় বড় ইংরাজেরা আমাকে ঘেরিয়া ফেলিয়াছেন ও নিমন্ত্রণ করিতেছেন, তখন ভিড় একটু কমিলে আমার কাছে আসিয়া কানে কানে বলিলেন, “আমার একটা বাগানবাড়ী দিতেছি, সেখানে থাকিবেন চলুন। এয়া ত দেখা করিতে আসিবে, ভীমরাওর বাড়ীতে কি দেখা হতে পারে ?” আমি হাসিয়া তাহাকে ধন্যবাদ করিয়া বলিলাম, “আগামী কল্য বোটে রাজমহেশ্রী যাইতেছি।” রাজমহেন্দ্রী ।--তৎপর দিন আমি বোট-যোগে রাজমহেন্দ্রীতে গেলাম, এবং সেখানে গিয়া বীরেশলিঙ্গমের প্রেমালিঙ্গন পাইয়া ও তাঁহার পত্নীর আতিথ্য লাভ করিয়া কৃতার্থ হইলাম। বীরেশলিঙ্গমের পত্নী একজন স্মরণীয় ব্যক্তি। একদিকে দৃঢ়চেতা,* তেজস্বিনী ও কর্ত্তব্যপরায়ণ, অপর দিকে সদয়-হৃদয়া ও পরোপকারিণী । তাহার মত স্ত্রী পাইয়াছিলেন খালিয়াই বন্ধুবর বীরেশলিঙ্গম নানা সামাজিক নির্য্যাতনের মধ্যে কাজ করিতে পারিয়াছিলেন। সেখানে খুব উৎসাহের সহিত কাজ আরম্ভ হইল। EEEBD DB BD BD DDDBS BD S BDBBDDB আলোকেরা এক প্রকাত সভাতে সমবেত হইয়া তাঁহাদের ঐতির চিহ্নস্বরূপ : আমাকে একটী বুড়ি উপহার দিলেন।