পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যদুমণি ঘোষ Vo ! ללשכ আমি-সোঁ কি ? কার নামে নালিশ করবেন ? যদুমণি-কেশবচন্দ্র সেনের নামে । আমি-"সে কি ! কেশব বাবুর নামে নালিশ । তৎপবে যদু বাবু বলিলেন যে, কেশববাবু কমলাকুটীর কিনিবার সময় তাৰ নিকট কয়েক সহস্র টাকা কার্জ লইয়া একখানি হাণ্ডনোটি লিখিয়া দিয়াছেন, তাহতে ষ্ট্যাম্প দেন নাই। পরে কথা হইয়াছে যে, কমলকটারেব উত্তরে মঙ্গলবাড়ী-পাড়ায় যদুমণির জন্য একটি বাড়ী নির্ম্মিত হইবে। সেই জমির দাম ও গৃহনির্ম্মাণের ব্যয় বাদে যে টাকা প্রাপ্য থাকিবে তাহা যদুমণিকে প্রদত্ত হইবে। এই প্রস্তাবে যদুমণি স্বীকৃত চষ্টয়াছিলেন, কিন্তু পরে তাহার চিত্ত বিচলিত হইয়াছে। আমি বলিলাম, “বিনাষ্ট্যাম্পে হাণ্ডানোটখানা দেওয়া ভাল হয় নাই। যদি হাণ্ডনেট দিলেন, তবে ষ্ট্যাম্প দিয়ে দেওয়াই ভাল ছিল । কিন্তু আপনি এজন্য কেশববাবুর প্রতি সন্দেহ কবুলেন কেন ? হাণ্ডনোটেরই বা কি প্রয়োজন ? তার পৈতৃক সম্পত্তির অংশ কি নাই ? তিনি কি মনে করলে আপনার টাকা দিতে পারেন না ? আর আপনি তঁকে না বলেই বা ছুটে বাহির হলেন কেন ?” দেখিলাম, তাহাকে বুঝাইয়া শান্ত করাই দায়। তঁহার চক্ষুদ্টার প্রতি দৃষ্টিপাত করিয়াই মনে হইল, উন্মাদের লক্ষণ । তৎপরে যে ভয়ামক কথা বলিলেন, তাহ শুনিয়া আর আমার সন্দেহ রহিল না। তিনি বলিলেন, “গত কল্য বৈকালে ব্ধি আমার দুধ জাল দিতেছিল, কেশৰ বাবুর গৃহিণী বিকে বলিলেন, “ঝি, তুই কাজে যা, আমি দুধ জ্বাল দিচ্ছি।” বলিয়া দুধ জ্বাল দিতে বসিলেন। বলুন, আমায় দুধ জাল দিবায় অষ্ট কেশব বাবুর স্ত্রীর এত গরজ কেন ?” আমি-এ ত খুৰ ভাল কখা ; এজাত গুপ্ত তায় প্রতি-আণনায় “কৃতজ্ঞ Di uDS SBr S SLLL S ELYSErM DDD YiLSYYS