পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৫৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f জননী 8kዓ নারিকেল গাছে বসিয়া সর্ব্বদাই নিজেদের বাস বঁাধিবার জন্য পাতা ছিড়িত। কালীনাথ বাবু শকুনিগুলিকে ভয় দেখাইবার জন্য বা মারিবার জন্য একবার একটী বন্দুক আনিলেন। ইহা শুনিয়া বাবা চটিয়া গেলেন, এবং বলিলেন, “এরা আবার ব্রাহ্ম ! শকুনি তোমার গাছের পাতা নেবে না, আমার গাছের পাতা নেবে না, তবে কি ওদের নিজের গাছ আছে যে বাসা বাধবে ?” আমার স্মরণ আছে, ইহার কিছুদিন পরে আমি বাড়ীতে গেলে, আমাকে ঐ সকল কথা বলিয়াছিলেন ; এবং ইহা অনুভব করিয়াছিলাম যে সে-জন্য কালীনাথ বাবুর প্রতি তাহার শ্রদ্ধার হ্রাস হইয়াছিল। যাহা হউক, এই পিতার গৃহে জন্মিয়া ইহারই দৃষ্টান্তের প্রভাবের ভিতরে আমি বৰ্দ্ধিত হইয়াছি। আমি আত্মজীবন পরীক্ষা করিয়া পরিষ্কাররূপে দেখিতে পাই যে, এই তেজস্বিতা, এই সত্যানুরাগ, এই দৃঢ়চিত্ততা, এই সহৃদয়ত। শৈশর হইতে না দেখিলে আমি নীতির মূল্য এরূপ হৃদয়ঙ্গম করিতে পারিতাম না। কিন্তু অপরদিকে ইহাও অনুভব করি যে, পিতার তেজস্বিতা, মনুষ্যত্ব, আত্মমর্য্যাদাজ্ঞান, ও দৃঢ়চিত্তত আমি পূর্ণ মাত্রাতে পাই নাই । এগুলি আরও অধিক মাত্রাতে আমাতে থাকিলে ভাল হইত। ( ২) - জননী গোলোকমণি দেবী । আমি শৈশব হইতে যেমন পিতাতে মনুষ্যত্ব ও দৃঢ় চিত্ততার আদর্শ দেখিয়া আসিয়াছি, তেমনি জননীতে আধ্যাত্মিকতা ও ধর্ম্মনিষ্ঠায় আদর্শ দেখিয়াছি। আমার মাতামহ ধার্ম্মিক গৃহস্থের আদর্শ ছিলেন ; আমার মাতুল দেশে কীর্ত্তব্যপরায়ণ, দৃঢ়চেতা ও স্বদেশপ্রেমিক মানুষ বলিয়া প্রসিদ্ধ ছিলেন। আমার পিতা সত্যবাদী, দৃঢ়চেতা ও পরোপকারী পুরুষ । ছিলেন ; সুতরাং আমার জননী ধর্ম্মপরায়ণতা ও সুনীতির প্রভাবেয়া