পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NO) শিবনাথ শাস্ত্রীর আত্মচারিত [ ১৫শ পরিঃ দেখেন; বির অন্য কাজ আছে, তাকে সরিয়ে ঠাকরুণ। আপনার দুধ জ্বাল দিতে বসলেন, এ ত মায়ের কাজ করলেন। এর ভিতরে আবার কি আছে ? তার ভালবাসার জন্য তঁাকে ধন্যবাদ করা উচিত। যদুমণি-না, আপনি বুঝলেন না! আমাকে বিষ খাওয়াবার চেষ্টা, তা इल उधांब्र कNgtयां पिड श्व नां । আমি-(দুই কানে হাত দিয়া ) ছি, ছি, এমন কথা শুনলেও পাপ হয়। আপনি ঐ সাধবী সতী সরলহন্দয়া নারীকে আজও চেনেন নাই। যদুমণি-আচ্ছা, আমি ভুবনমোহন দাস এটর্নির নিকট চললাম। আইনানুসারে কি করা যায় আমাকে দেখতে হবে। আমি উঠিয়া হাতে ধরিলাম, “বসুন বসুন, যা করবার আমরা করে দেব, ব্যস্ত হবেন না । মান করুন, আহার করুন, শান্ত হোন।” তিনি আমার অনুরোধ উপরোধের প্রতি কর্ণপাত না করিয়া আমার হাত ছাড়াইয়া ভবানীপুর যাত্রা করিলেন । আমার লেখা পড়িয়া রহিল, আমি তখনি ভুবনমোহন দাসকে লোকের হন্তে এক পত্র পাঠাইলাম, যেন এই উন্মাদগ্রস্ত ব্যক্তির কথায় তিনি কর্ণপাত না করেন। ভুবন বাবুকে পত্র লিখিয়াই কমলাকুটীরে কেশব বাবুর নিকট ছুটিলাম। তঁহাকে গিয়া সমুদয় বিবরণ বলিলাম। কেশব বাবু-কি আশ্চর্য্য । ওর মনে মনে এত সন্দেহ হচে, তার কিছুই তা আমাকে জানতে দেয় নি। আমি-এই তা আমারই আশ্চর্য্য মনে হচ্চে। আপনি হাণ্ডনেট যদি দিলেন, তাতে ষ্ট্যাম্প দেওয়া উচিত ছিল। ঐটে তার সন্দেহের কারণ Ut কেশৰ বাবু-আরে, ঐ হাণ্ডানোট কি সে নেয় ? কোনও মতে নিতে, DD zSBB BDBDD D BLL LHBB BDB SBDD DDBD D তার কাছে রাখবার জন্য আমি জোর করে ঐটা লিখে দিলাম।