পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৫১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>rs>->Rob ] २००8 अigय भ6ों डॉक्ड वभ @ဖဂ် বহুমুত্র রোগের আক্রমণ -প্রসন্নময়ী চলিয়া গেলেন। এদিকে সেই বৎসরেই আমাকে সাধারণ ব্রাহ্মসমাজের সভাপতি নির্বাচন করাতে আমাকে গুরুতর পরিশ্রম করিতে হইয়াছিল। সেই পরিশ্রম ও দুশ্চিন্তাতে KBDB BDDD DDSDDLDD DDD BBB BDD BDBBB BDBS BY পাইল । তদবধি আর বসিয়া নিরুদ্বিগ্নচিত্তে কাজ করিতে পারিতেছি না । বৎসরের মধ্যে কয়েকমাস স্বাস্থ্যের জন্য সিমলা, দাৰ্জিলিং, কটক, পুরী ४ट्रडि श्ांन थोंकिड श्rडgछ । -৯০৪ সালে সমগ্র ভারত ভ্রমণ -এই অস্বাস্থ্যের অবস্থাতেও K DBDY BDD BDBB LDDDD DBBLTSSDBDDS BOBBBB OD DBLY না থাকাতে সাধনাশ্রমের কাজের ক্ষতি হইয়াছে। এই পীড়িত অবস্থাতেও একবার ইচ্ছা হইল যে সমুদয় ভারতবর্ষ প্রদক্ষিণ করিয়া আসি। তদনুসারে ১৯০৪ সালের ফেব্রুয়ারী মাসে পত্নী বিরাজমোহিনী ও আশ্রমসংসৃষ্ট শ্রীমান হেমেন্দ্রনাথ দত্তকে লইয়া ভারত ভ্রমণে বহির্গত হই। বহির্গত হইবার সময় সংকল্প করি যে যাত্রার সাহায্যের জন্য বিশেষভাবে কাহারও নিকট সাহায্য ভিক্ষা করিব না। যাত্রার পূর্বে মন্দিরে ব্রাহ্মধর্ম্মের প্রচার বিষয়ে একটা বক্তৃতা কুরিব। সেই বক্তৃতাস্থলে একটী ভিক্ষার ঝুলি থাকিবে, স্বতঃপ্রবৃত্ত হইয়া তাহাতে যিনি যাহা ফেলিয়া দিতে চান দিবেন, তাহাই আমাদের যাত্রার পাথেয়াস্বরূপ হইবে। তদনুসারে বক্তৃতার দিন একটিী বুলি ঝুলাইয়া দেওয়া, হইল, তাহাতে বন্ধুর যিনি যাহা ফেলিয়া দিলেন, তাহা লইয়াই আমরা বহির্গত হইলাম। পথে একবারমাত্র ভিক্ষণ না করার নিয়মের ব্যাঘাত করিয়াছিলাম। এলাহাবাদে একজন ব্রাহ্ম বন্ধুকে আমাদের জষ্ঠ ভিক্ষণ করিবার অনুমতি দিয়াছিলাম। সেখানে কিছুই হইল না। তৎপরে আমরা ভিক্ষা করা একেবারে বন্ধ করিলাম। কাহাকেও আমাদের অভাব জানাইতাম না ; যিনি যাহা স্বতঃপ্রবৃত্ত হইয়া দিতেন তাঁহাই গ্রহণ করিতাম। এইরূপে আমাদের ব্যয়নিৰ্বাহ হইত। আমরা