পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Þvs'-cG | কুকুর “শেয়াল-খাকী” 80 চৌকাঠেব উপবে একটা ছিল, শেয়ালখাকীকে বলা গেল, “শেয়ালখাকি ! এই গর্ত্তেব মধ্যে লেজ দিয়ে বসে থাক, দেখিস যেন এ জায়গা ছেড়ে উঠিসনে।” তখন আশ্চর্য্য বোধ হয় নাই, এখন যতবার ভাবি আশ্চর্য্য বোধ হয়, শেযালিখাকী কিরূপে আমাদেব কথা বুঝিল । সেই ছিদ্রেব মধ্যে লেজ দিযা নিজেব পিঠেব দ্বাবা ছিদ্রটি ঢাকিয়া বসিয়া বহিল। পবে*পাষবাদিগকে যখন তাড়া দিতে আবম্ভ কবা গেল এবং পায়বাগুলি তাপ মুখেব সম্মুখ দিয়া উড়িযা যাইতে লাগিল, ৩খন না জানি শেয়ালখাকীৰ স্থান ত্যাগ কবিসা পায়বাব সঙ্গে জুটিবাব কি প্রলোভনই হইষা থাকিবে । কিন্তু সে তা কবিল না ; আমব যেরূপ পিঠ দিয়া ছিদ্র ঢাকিযা স্থিবি থাকিলাম, সেও সেই প্রকাব বহিল। আব্ব একটি ঘটনা এই। আমাদেব বুধী বলিয়া একটা গাভী ছিল। তাহাব একটি বাখালা ছিল । শেফালখাকী অনেক সময় বাখালেব সঙ্গে বুধীকে লইয়া মাঠে যাইত। সমস্ত দিন মাঠে থাকিয়া বৈকালে ঘরে আসিত। একবাব বাবা কি কাবণে বাগ কবিয়া বাখালটাকে মাবিয়া তাড়াইয়া দিলেন। তখন বুধা ঘবে বাধা পড়িল । তাকে চাবায় কে ? এইৰূপে দুই-একদিন গেল। পবে আমি বলিলাম, “বাবা, শেয়ালখাকাকে দিলে সে গক চবিয়ে আনতে পাবে।” শুনিযা বাবা হাসিলেন, “হঁঃ, কুকুবে আবাবা গৰু চবাবে !” মা শেয়ালখাকীকে চিনিতেন, তিনি তখন আমাৰ কথাতে যোগ দিলেন । তখন শেয়ালখাকিব সঙ্গে গরু পাঠান স্থিৰ হইল। কেমন কবিয়া গক চাবাইতে হইবে তাত শেয়ালখাকীকে বুঝাইয়া দেওয়া গেল। সে গরু লইয়া যাইতে আবন্ত কবিল। একদিন সন্ধ্যা হইয়া গেল, গরু আব্ব আসে না । বাবা ও মা চিন্তিত হইতে লাগিলেন। অবশেষে দেখা গেল যে, এক শেয়ালখাকী মহা চী”কার করিতে কেবিতে আসিতেছে ; সঙ্গে গরু নাই। আসিয়া আমাদের মুখের দিকে চাহিয়া চীৎকার করে, একটু দৌড়িয়া যায়, আবার দাড়ায়,