পাতা:কৃষিতত্ত্ব - নীলকমল লাহিড়ী.pdf/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষিতত্ত্ব । St স্কার মধ্য দিয়া নদীগর্ভে চলিয়া যায় এবং যাইবার সময় সমস্ত বাষ্প মৃত্তিকাতে দিয়া উহাকে উর্বরা করিয়া যায়। ইউরোপ ও আমেরিক প্রদেশে এক্ষণে এইজন্য ক্ষেত্রে ড়ে,নেজ নল বসাইয়া দেয় । দেড় হাত দুই হাত অন্তর নালা খনন করিয়া উহার মধ্যে মৃত্তিকানিৰ্ম্মিত নল বসায়। ঐ নলের চতুর্দিক ছিদ্র করা । বৃষ্টি হইলে রা জলসেচন করিলে ঐ ছিদ্ৰ দিয়া নলে জল প্ৰবেশ করে এবং ঐ নল এ প্রকারে বসান থাকে যে সকল নলের জল একত্র হইয়া ক্ষেত্রের বাহিরে গিয়া একস্থানে জমে। জল মৃত্তিকার মধ্য দিয়া যত যাইবে, মৃত্তিক তত উৰ্ব্বারা হইবে। পূৰ্ব্বে যে সকল স্থান অনুৰ্ব্বারা মরুভূমি বলিয়া পরিগণিত ছিল নল বসানতে তাহা এক্ষণে প্ৰফুল্ল শস্য ক্ষেত্রে পরিণত হইয়াছে। গব র্ণমেণ্ট উড়িষ্যা ও বেহার প্রদেশে খাল খনন করিয়া উহার জল ক্ষেত্ৰে লইয়া যাইবার প্রণালী করিতেছেন। এই প্রকারে ইরিগেষণ সৰ্ব্ব স্থানে হইলে শস্য নষ্ট হইয়া দুর্ভিক্ষ ঘটিয়া মনুষ্য ক্ষয় হইবার আশঙ্কা কমিয়া যাইবে। কিন্তু এ পৰ্য্যন্ত বাঙ্গালা দেশে তাহা করিবার উদেযাগ দেখা যায় না । সুতরাং যাবৎ উহা সম্পাদিত না হইতেছে, তাবৎ এ দেশে জল যোগাইবার সামান্য যে সকল উপায় আছে তাহাই অবলম্বন করা। কৰ্ত্তব্য। জলাশয় হইতে সেচন করিয়া জল দিবার ব্যবস্থা করা ভিন্ন এদেশে অন্য উপায় প্ৰায় নাই । জলাশয় হইতে জল তুলিবার নিমিত্ত প্ৰাচীনকাল হইতে কয়েকটী যন্ত্র ব্যবহার হইয়া আসিতেছে, তাহ নিতান্ত অকাৰ্য্যকর নয়। অতএব এ স্থলে সেই কয়েক যন্ত্রের বিবরণ লেখা যাইতেছে। ill--- ظفـد জল সোচনী । ১ ডোঙ্গা ২ সিউনি ৩ দ্রোণ বা দেন। ৪ বালতি বা বালিসা । এই * কয়েকটা যন্ত্র দ্বারা ক্ষেত্রে জল যোগানের কাৰ্য সম্পাদন করা যাইতে পারে। উদ্যানাদির বৃক্ষমূলে জল দিবার জন্য অন্য প্রকার যন্ত্রের প্রয়োজন, তাহ পশ্চাৎ লিখিত হইবে। ン (St* | পুষ্করিণী ও নদী প্রভৃতি জলাশয়ের তীরে কিঞ্চিৎ ব্যবধান করিয়া কাঠের কি শক্ত বঁাশের দুইটী খুটি পুতিবে । দুইটী খুটির মাথায় খাজ কাটিয়া তাহাতে ( ७ )