পাতা:কৃষিতত্ত্ব - নীলকমল লাহিড়ী.pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষিতত্ত্ব । YY কৃষি যন্ত্র । এ প্রদেশের কৃষিকাৰ্য্যের যন্ত্র সকল নিতান্ত অপকৃষ্ট । বহুকাল অবধি যে প্রকার চলিয়া আসিতেছে, এপৰ্য্যন্ত সেই রূপই আছে। তাহ উৎকৃষ্ট করিাবার কোন উপায় উদ্ভাবন করা হইতেছে না। ক্রমে ক্ৰমে ভূমির উৎপাদিক শক্তির হ্রাস হইতেছে, অতএব উৎকৃষ্ট যন্ত্রের নিতান্ত প্ৰয়োজন হইয়াছে। ইউরোপ প্ৰভৃতি দেশে নানাপ্রকার উৎকৃষ্ট সন্ত্র আবিষ্কৃত হইয়াছে। এপৰ্য্যন্ত এ প্রদেশের লোকের ৰিশেষতঃ কৃষক সম্প্রদায়ে ঐ সকল যন্ত্র ব্যবহার করিবার উপযুক্ত অবস্থা হয় নাই সত্য, কিন্তু প্ৰচলিত যন্ত্ৰ সকলের সংস্কার করণের চেষ্টা করা অবশ্য কৰ্ত্তব্য। ভূম্যধিকারী মহোদয়গণ দেশান্তরীয় যন্ত্র এ দেশে প্ৰচলিত করিবার পক্ষে এই সময় হইতে যত্ন এবং চেষ্টা করিলে কাল ক্ৰমে উহার উৎকর্ষ হইবার আশা করা যাইতে পারে। (25लिऊ या नकgव्लद्ध नभ । डाक्रव्ज वा श्ल ১। মুগাদর বা কুরশী ১। রজ্জ্ব, বা রশী Y যুগকাষ্ঠ বা জোয়াল- ১ ক্ষুদ্রপ্র ক্ষুরূপ পাসুন অথবা পাচন ১ বাকু विला द कात्रिछा ১ ছেদনী কাচি বা কাইদা ܐ ܐ ܪ ܐ ܐ ܠܹ হাত নাঙ্গলা । ১ কুদাল কুদাল বা কুদ্দালি বংশ সোপান চগা বা মই ১ লগুড় ছড়ি বা পেণ্টী Y W5) এই ত্ৰয়োদশ প্রকার যন্ত্রের দ্বারা এ প্রদেশের যাবতীয় কৃষিকাৰ্য্য সম্পাদন করা হয় । ঐ সকল যন্ত্রের আকৃতি লিখিবার বিশেষ প্রয়োজন নাই, তাহা সকলেই দেখিয়াছেন, অতএব তাহার আকৃতি অঙ্কিত করিয়া দেওয়া হইল না । LGG LLSLL GLLL LLLSLLLLLSLLLSLLLLS L LMLL LSLSLSL M লাঙ্গল । লাঙ্গলের আকৃতি -এ প্রদেশের সর্বত্রই একরূপ, প্ৰায় সকল স্থানেই কেবল কাষ্ঠ দ্বারা নিৰ্ম্মাণ করে, কেবল রঙ্গপুর এবং রঙ্গপুরের সংলগ্ন অন্য SBYzBBSBB BBB BBDB DDD DBD DBDSL BBD DD DD ED sYuDD