পাতা:কৃষিতত্ত্ব - নীলকমল লাহিড়ী.pdf/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 কৃষিতত্ত্ব। সমভাগে থাকা আবশ্যক। ক্ষুপ ও ওষধী জাতির নিমিত্ত যে প্রকার মিশ্ৰিত মৃত্তিক প্রয়োজনীয়, তাহ যথাস্থানে বাহুল্যরূপে লিখিত হইবে। ষে উদ্ভিদের উন্নতি এবং তেজস্বিতা দেখা যাইবে, তজজাতীয় উদ্ভিদের নিমিত্ত যেরূপ ভাগ বিশিষ্ট মৃত্তিক প্রয়োজনীয়, তদনুরূপ মিশ্ৰিত মৃত্তিকা সেই স্থানে আছে বিবেচনা করিতে হইবে। কোন স্থানের মৃত্তিকাতে কোন মৃত্তিকার ভাগ কি পরিমাণে আছে, অনুভব করিয়া তাহার সূক্ষ্মাংশ নির্ণয় করা সামান্য কৃষিব্যবসায়ী লোকের সাধ্যায়ত্ত নহে। সাধারণতঃ একটী পরীক্ষা নিয়ে লিখিত হইল । যে ক্ষেত্রের বা যে স্থানের মৃত্তিক পরীক্ষা করিতে ইচ্ছা হইবে, সেই ক্ষেত্রের বা স্থানের কিঞ্চিৎ মৃত্তিক গ্ৰহণ করিয়া তাহা রৌদ্রে উত্তম শুষ্ক করিয়া ওজন করিবে। তদনন্তর অগ্নিতে দগ্ধ করিয়া পুনর্বার ওজন করিবে, তাহাতে যে পরিমাণ কমি হইবে, সেই পরিমাণ সার সংযুক্ত ছিল, ইহা জানা যাইবে। তৎপরে সেই মৃত্তিকা জলের সহিত উত্তমরূপ মিশাইলে বালুকা নীচে পড়িবে, চিকুণ মৃত্তিকা জলের সহিত মিশ্রিত হইবে, ক্ষণেক পরে আস্তে আস্তে জল ফেলিয়া দিবে এবং নীচের বালুক শুষ্ক করিয়া ওজন করিলে উহাতে বালুক, কত ভাগ ও চিকণ মৃত্তিকা কত ভাগ আছে, তাহা জানা যাইবে । , মনে কর এক স্থানের শুষ্ক মৃত্তিক একখণ্ড প্রথম ওজন করাতে এক সের হইল, দগ্ধ করিয়া ওজন করিলে তিন পোয় থাকিল, ইহাতে বুঝা গেল এক পোয়া সার ছিল, পরে অবশিষ্ট মৃত্তিক জলে মিশাইয়া জল ফেলিয়া বালুক শুষ্ক করিয়া ওজন করিলে এক পোয় হইল, ইহাতে জানা গেল দুইভাগ চিক্কণ একভাগ বালুক ঐ মৃত্তিকাতে আছে। দেশীয় কৃষকগণ সামান্যতঃ যেরূপে ভূমি পরীক্ষা এবং নির্বাচন করিয়া থাকে, এস্থলে তাহারই উল্লেখ করা নিতান্ত আবশ্যক। বোধ হয়, ইহাতে কথঞ্চিৎ উপকার হইতে পারে। যে ভূমির স্বতোজাত উদ্ভিদসকল সতেজ, পুষ্ট, বৰ্দ্ধনশীল, সে ভূমির স্বাভাবিক উৎপাদিকা শক্তি আছে, আর যে ভূমির উৎপন্ন উদ্ভিদ নিস্তেজ অপুষ্ট ও বৰ্দ্ধিত হয় না। তাহার উৎপাদিকাশক্তি অতি অল্প, সে ভূমি অনুৰ্ব্বারা। অতিশয় উচ্চ ভূমি, যাহাতে জলীয়ভাগ (রাস) নাই, তাহাও অনুৰ্ব্বারা।