পাতা:কৃষিতত্ত্ব - নীলকমল লাহিড়ী.pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R কৃষিতত্ত্ব । করে। লাঙ্গল ৫ ফুটের অধিক করে না, উপরিভাগ ৩ ফুট, অধোভাগ ২ ফুট। শক্ত এবং পরিমাণে ভারি এই প্রকার কাষ্ঠ দ্বারা প্ৰস্তুত হয়। শাল, গজারি, বাবলা, কুল, তেঁতুল, গাব, এই সকল কাষ্ঠই অধিক কাৰ্য্যোপযোগী হয়। काव्ल ! ইহ লাঙ্গলের অংশ স্বরূপ, লৌহ দ্বারা ইহা প্ৰস্তুত হয়, এবং লাঙ্গলের অগ্রভাগে সংযোজিত থাকে। দীর্ঘ এক ফুট, প্ৰশস্ত ৩ ইঞ্চি, ইহার অধিক পরিামাণ করে না। সামান্য লৌহই ইহাতে প্ৰায় ব্যবহার করে কিন্তু ইহার আয়তন বড় এবং ইস্পাত দ্বারা প্ৰস্তুত করা নিতান্ত কৰ্ত্তব্য । ওজন একসের হওয়া উচিত । ঈষ । ইহাও লাঙ্গলের অংশ মাত্ৰ, ইহা লাঙ্গলের মধ্য স্থানে একটী ছিদ্র করিয়া তাহাতে সংযুক্ত করিতে হয়। ওজনে ভারি নয়। অথচ শক্ত এই প্ৰকার কাষ্ঠ দ্বারা প্ৰস্তুত করিয়া থাকে। শাল, গাব, সুন্দর, তুন্দ, এই সকল কাষ্ঠই ইহার নিমিত্ত প্ৰশস্ত। ইহা দীর্ঘ ৮ ফুটের অধিক করে না, অগ্রভাগের এক ফুট ত্যাগ করিয়া চারি চারি ইঞ্চি ব্যবধান এক এক খাজ কাটিয়া রাখিতে হয়। উপরের খাজে জোয়াল বান্ধিলে অধিক মৃত্তিক বিদারণ হয়। ক্ৰমে নীচেরু খাজে বান্ধিলে ক্ৰমে অল্প মৃত্তিক বিদারণ হয়। লাঙ্গল, ফল, ঈষ, এই তিন অঙ্গ বিশিষ্ট লাঙ্গল নামে একটী যন্ত্র। ইহা দ্বারা ভূমি বিদারণ কাৰ্য্য সম্পন্ন হয়। বাহক গোরুর আকৃতির প্রতি দৃষ্টি করিয়া ইহা প্ৰস্তুত করে না । লাঙ্গল ও ঈষ সকলেই প্ৰায় এক প্রকারই করিয়া BBBB SS BBDBu DD DD BDBBB DDD DDD DDD S SL LL BBS BDBBDBD DBD ছোট ছোট লাঙ্গল করা উচিত । 6ख्ध्रीव्न । । শক্ত অথচ পাতলা এই প্রকার কাষ্ঠ দ্বারা ইহা প্ৰস্তুত হয়। কঁাটাল, সুন্দর, তুন্দ, ইত্যাদি কাষ্ঠ প্রশস্ত। ইহা হিলবাহক গোরুর স্কন্ধে থাকে এবং ইহার সহিত ঈষ বান্ধিয়া সংযুক্ত করিয়া দিতে হয়। ইহার যে অংশ গোরুর স্কন্ধে থাকে, সেই অংশ উত্তম পালিস করিয়া দিতে হয়, খরা খরা মত থাকিলে গোরুর স্কন্ধের ছাল উঠিয়া যায়, এবং ক্লেশদায়ক হয় । দীর্ঘ ৪ ফুটের অধিক