পাতা:কৃষিতত্ত্ব - নীলকমল লাহিড়ী.pdf/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষিতত্ত্ব। " S 9 বিদ্যা উপাৰ্জন না করিলে পশ্চাৎ কেবল পরিতাপ করিতে হয়, সেই রূপ সময় অতিবাহিত করিয়া কৃষিকাৰ্য্য করিলে কেবল শ্রম মাত্র সার ङ्श । যে ঋতুতে কি যে সময়ে ভূমি কর্ষণ কি বীজ বপন অথবা চারা রোপণ করিতে হয়, ঠিক সেই সময়ে সেই কাৰ্য্য করিবে, অন্যথা ফিলোৎপত্তির আশা বৃথা হয়। যে সময়ে যে জাতীয় উদ্ভিদ উৎপন্ন করিবার সময়, তাহা স্মরণ রাখিয়া তাহার পূর্ব হইতে কৰ্ত্তব্য কৰ্ম্মের অনুষ্ঠান করিবে। প্ৰকৃত সময় উপেক্ষা করিয়া অসময়ে কাৰ্য্য করিলে ফলোৎপত্তির সম্ভাবন নাই, ইহা সকলেই অবগত আছেন। উদ্ভিদ উৎপত্তির কার্য্য প্রণালীর স্থলে যে সময়ে যে কাৰ্য্য করিতে হইবে, তাহ বিস্তৃত রূপে লেখা যাইবে। তৎপ্ৰতি বিশেষ প্ৰণিধান করিয়া কাৰ্য্য করিলে কদাচা ফল লাভে বঞ্চিত হইতে হইবে না । কৃষক এবং কৃষকের কৰ্ত্তব্য কৰ্ম্ম । কৃষক নহে। এমত মনুষ্য পৃথিবীতে নাই বলিলেও অত্যুক্তি হয় না। কি রাজা কি প্ৰজা সকলেই কৃষক, কেহ বা স্বহস্তে কৃষিকাৰ্য্য করে, কেহ বা অন্যের দ্বারা করায়। কেবল লাঙ্গল দ্বারা ভূমি কর্ষণ করিয়া ধান্যাদি শস্য যে জন্মায়, সেই কৃষক, অন্যে কৃষক নহে। এরূপ বলা যাইতে পারে না। যে কোন প্রকারেই হউক ফল পুষ্পাদির বৃক্ষ যে জন্মায়, সেও কৃষক, উদ্যানের কথা বলি না, দুই চারিটা ফলের গাছ, দুই চারিটা পুষ্পের গাছ অন্ততঃ আলাবু ও কুষ্মাণ্ডের দুই একটা গাছ যে না জন্মায়, এমত মনুষ্য কে আছে ? সবল, আরোগী, অনলস, অধ্যবসায়ী, শীতবান্ততপাদি-সহিষ্ণু ব্যক্তি কৃষিকাৰ্য্য সম্পাদনা করিতে সক্ষম, সেই উপযুক্ত কৃষক। অন্যের সাহায্য ভিন্ন একাকী কৃষিকাৰ্য নিৰ্বাহ করা যাইতে পারে না। স্বয়ং উপযুক্ত মত পরিশ্রম না করিলে সাহায্যকারী ব্যক্তি হইতেও উপযুক্ত नांश्यJ १७भों बांग्न नों । 莺 কৃষক অনুন। এক ঘণ্টা রাত্ৰি থাকিতে শয্যা হইতে উঠিবে, এবং পরিবার সকলকে উঠাইবে । স্বয়ং যদি এক ঘণ্টা বেলার পর উঠে, তাহা হইলে