পাতা:কৃষিতত্ত্ব - নীলকমল লাহিড়ী.pdf/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষিতত্ত্ব । مواج ও ঐক্ষপে মই টানিবে, তাহা হইলে এক চাষ হয়। লাঙ্গলাও ঐ প্রণালীতে দুইবার টানিলে একবার লাঙ্গলা দেওয়া হয়। মৃত্তিক কঠিন হইলে লাঙ্গল দ্বারা সহজে বিদারণ (চাষ ) করা যাইতে পারে না। প্রথমতঃ কুদ্দালি দ্বারা চাপ মাটি কাটিতে ও তাহ শুষ্ক হইলে কুরাশী দ্বারা ভাঙ্গিতে হয়, পরে চাষ দিতে হয়। মৃত্তিক কঠিন হইলে উত্তম ছয় খান হাল দ্বারা এক বিঘা। ভূমি ছয় ঘণ্টা কালে একবার চাষ করা যাইতে পারে। নরম মৃত্তিকার নিমিত্ত চারিখান হাল ও ঐ সময় আবশ্যক হয়। সবল দুটি গোরু লইয়া এক জন লোকে ছয় ঘণ্টায় একবার লাঙ্গলা টানিতে পারে। দুই জন লোকে ছয় ঘণ্টার মধ্যে হাত লাঙ্গলা দ্বারা এক বিঘা। ভূমির কাৰ্য্য করিতে পারে। এক বিঘা। ভূমির ঢেলা ভাঙ্গিতে হইলে এক জন লোকের বার ঘণ্টা नभश लig१ा । যে ক্ষেত্রে লাঙ্গলা দেওয়া না হয়, তদ্রুপ এক বিঘা। ভূমি নিড়াইতে দশ জন লোকের দশ ঘণ্টা সময় লাগে। লাঙ্গলা দেওয়া হইলে ছয় জন লোকে ঐ সময়ে সেই কাৰ্য্য করিতে পারে। আট জন মানুষ্যে দশ ঘণ্টা সময়ে এক বিঘা। ভূমির ধান্যাদি শস্য কৰ্ত্তন করিয়া বাটীতে আনিতে পারে - এক বিঘা। ভূমির শস্য মর্দন, উড়ান, ঝাড়া আদি কাৰ্য্য করিতে আটটী গোরু এবং দুই জন লোকের দশ ঘণ্টা সময় আবশ্যক হয়। যে যে স্থানে বিঘা শব্দের প্রয়োগ করা হইয়াছে, সর্বত্রই ৮০ হাত শৃঙ্খলে এক রসি দীর্ঘ এক রসি প্রশস্ত পরিমিত ভূমি এক বিঘা জ্ঞান করিতে হইবে। যে যে স্থানে সের শব্দের উল্লেখ হইয়াছে, ৮০ তোলায় সে সেরা এবং সেই পরিমাণে ৪০ সেরে এক মণ হইবে। বীজ বপন কি রোপণের পর বৃষ্টি হইয়া ক্ষেত্ৰাদিতে চটা বান্ধিলে অন্ধুরোদিগম হইতে পারে না । তদবস্থা হইলে পাতলা করিয়া একবার। মই টানিবে, কি হস্ত পদাদি আস্তে আস্তে চালনা করিয়া চটা ভাঙ্গিয়া দিবে।