পাতা:কৃষিতত্ত্ব - নীলকমল লাহিড়ী.pdf/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So কৃষিতত্ত্ব । যে সকল গো দ্বায়া কৃষিকাৰ্য্য করিবে, তাহাদিগকে বিশেষ যত্ন এবং শ্ৰদ্ধা সহকারে প্রতিপালন ও রক্ষা করা কীৰ্ত্তব্য । গো দুৰ্বল হইলে তদায়া কৃষিকাৰ্য্য চলে না । গো দ্বারা এক দিবসে চারি ঘণ্টার অধিক সময় হল বহন করাইবে না । চারি। ঘন্টার পর গো বদল করিয়া কাৰ্য্য করিবে । এই কারণে চারি গো ব্যতীত উত্তমরূপে এক হল চলে না । হিন্দু ধৰ্ম্ম শাস্ত্ৰে লিখিত আছে ।

  • অষ্টাগবং ধৰ্ম্মহ'লং ষড়গবং জীবিতর্থিনাং ।

চত্তৰ্গবং নৃশংসানাং দ্বিগবং ব্ৰহ্মঘাতিনাং । ” গো-শালা অতি পরিষ্কার রাখিবে, শয়নের নিমিত্ত পলাল বিছাইয়া দিৰে । মশকাদিতে দংশন করিতে না পারে। এজন্য ধূম করিয়া দিবার উপায় করিবে । শীতকালে শীত নিবারণ জন্য রাত্ৰিতে গোশালাতে অগ্নি রাখিৰে । গো সকল রাত্ৰিতে সুখে নিদ্রা যাইতে পারিলে দিবসে অধিক পরিশ্রম করিতে সক্ষম হইবে। রাত্ৰি এক প্রহরী পৰ্য্যস্ত আহারীয় বস্তু গো সকলের সম্মুখে রাখিবে। প্ৰতিদিবস কাচা ও শুষ্ক উভয় প্রকার ঘাস এবং জলের সহিত কিঞ্চিৎ। লবণ ও খৈল দিবে। জলীয় ঘাস অধিক দিবে না । দানা ভুসি আদি দিতে পারিলে আপিক উপকার পাইবে । কৃষকের ইহা মনে রাখা উচিত যে স্বীয় স্বীয় আহারের নিমিত্ত চাউল দালি আদি যাহা ধৌত করিবে, সেই জল ও অন্নের ফেন ( মাড় ) ফেলিয়া DD DB SLDBDBB SYDLYS DBDBD BBS DD DBDBS BDDD DDD DBBDBD বিবেচনা হয়, তাহাও দিবে। ইহা কষ্টসাধ্য নয়, আলস্য ত্যাগ করিয়া দিলে গো সকলের অনায়াসে বলরক্ষার বিশেষ উপায় হয়। এক্ষণে বঙ্গদেশের প্রায় সৰ্ব্বত্ৰেই গোমড়ক অধিক দেখা যায় { প্ৰায় qsBBDBD DYSBDBDBDS SDBLDDB DBBS SDDBBDB DBBDu SDY DSDBD অনেকের ক্ষতি হয় ; নিম্ন শ্রেণীর কৃষক সকলের মনে এই ধারণা এবং বিশ্বাস হইয়াছে যে চৰ্ম্মকারগণ মাঠে ঘাসের উপর বসন্তবীজ ছড়াইয়া দেয় । খাসের সহিত গো সকল উহা ভক্ষণ করিয়া ব্যাধিগ্ৰস্ত হইয়া ময়ে । চৰ্ম্ম মূল্যবান হওয়াই চৰ্ম্মকারদিগের এই অসৎ প্ৰবৃত্তির কারণ।