পাতা:কৃষিতত্ত্ব - নীলকমল লাহিড়ী.pdf/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষিতত্ত্ব। ని গাছ রাজু বান্ধিতে হয়। দুই জন লোকে আপন আপন দিগের রাজু দুই হাতে দুই গাছি ধরিয়া সিউনী জলে ডুবাইয়া দুইজনে তুলিয়া ক্ষেত্রের দিগের নালায় এরূপে ফেলিবে যে সুবিধা মত ক্ষেত্রে যাইতে পারে। জলাশয়ের তীর উচ্চ হইলে মাটি কাটিয়া একটী কুণ্ড খনন করিবে। প্রথমতঃ ঐরাপে জল উঠাইয়া কুণ্ডে ফেলিবে, পরে কুণ্ড হইতে ঐ প্রকারে ক্ষেত্রে দিবেঃ Clf al CMţe l ইহা পাতলা কাষ্ঠের দ্বারা অথবা চাগুয়ারগাছ দ্বারা প্ৰস্তুত হয় । পাচ হাতের নূ্যন নয় দশ হাতের অধিক নয় এই পরিমাণ লম্বা করিতে হয়। জলের দিগে ঐ গাছের যে মাথা রাখিবে, তাহ বদ্ধ থাকিবে, ক্ষেত্রের দিগের মাথা ফাক করিয়া দিতে হইবে, উপরের অৰ্দ্ধভাগ কাটিয়া ফেলিয়া মধ্যস্থান খোল করিতে হইবে, এই প্রকার যন্ত্র প্রস্তুত করিয়া জলে দুইটী খুটি গাড়িয়া তাহার মাথায় একটী বঁাশ আড় করিয়া বান্ধিবো। এই বঁাশের সহিত রজ্জ্ব দ্বারা দোন ঝুলাইয়া বান্ধিয়া জলের দিগে যে বদ্ধ মাথা থাকিবে, তাহা দাবিয়া ধরিবে, জল পূর্ণ হইলে ছাড়িয়া দিবে। তীরের দিগে খোলা মাথায় কোন ভারি বস্তু বান্ধা থাকিবে । তাহার আকর্ষণে খোলা মাথা নত হইয়া ক্ষেত্রের দিগের নালায় জল পড়িবে। তীর উচ্চ হইলে পূৰ্ব প্ৰণালী অবলম্বন করিবে। বালতি বা বালিসা। নীলের হাউজে জল দিবার নিমিত্ত এই যন্ত্র অধিক ব্যবহার হয়। ইহা দ্বারা ক্ষেত্রেও জল দেওয়া যাইতে পারে। ইহা কাষ্ঠীদ্বারা প্ৰস্তুত করিয়া থাকে। লৌহ আদি দ্বারাও প্ৰস্তুত হইতে পারে। দুই ফুটের উদ্ধ নয়। এমত লম্বা তুষ্কোণ উৰ্দ্ধ ভাগ বিস্তৃত নিম্নে ক্ৰমে কিছু চাপা উপরের দুই ধারে দুইটী কড়া লাগি থাকে। জলের উপর উচ্চ করিয়া একখানি মাচি বান্ধিতে হয়। সেই মাচির অল্প ব্যবধান সারি করিয়া কয়েকটী বঁাশ পুতিয়া তাহাতে নীচ হইতে উপর। পৰ্য্যন্ত পােচ ছয়টীি বঁাশ বান্ধিয়া শিড়ির মত করিবে, তদনন্তর উপরে যে বাশটী বান্ধিবে,তাহাতে আড় করিয়া আর একটী বঁাশ দিবে, যতগুলা বালতি দ্বারা জল উঠাইবে, ঐরূপে ততগুলি বাশ বান্ধিতে হয়। সেই বঁাশসকলের জলের দিগে যে মাখা থাকিবে, সেই মাথাতে রঙ্গু দ্বারা বালতিসকল ঝুলা