পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Vo 3 শিবনাথ শান্ত্রিীয় আত্মপ্রচয়িত [ »७भं ब्रि ট্রেনে সদলে কেশবচন্দ্রের সহিত সাক্ষাৎ। --ইহার পর বোম্বাই হইয়া কলিকাতায় যাত্রা করি। এলাহাবাদ হইতে যখন কলিকাতা আসিতেছি, তখন মথ্যের এক ষ্টেশনে দেখি, কেশব বাবু সদলে দণ্ডায়মান। আমাদের সে ট্রেনে সিমলার কর্ম্মচারীরা নামিয়া আসিতেছিল। গাড়ীতে বড ভিড়, ফিরিঙ্গী ছোঁড়াতে ইণ্টারমীডিয়েট গাড়ী পূর্ণ, তাহারা সারা পথ হাস্য পরিহাস করিতে করিতে আসিতেছে। সৌভাগ্যক্রমে আমরা এক কামরাতে তিন চারিজন মাত্র ছিলাম। কেশব বাবুরা গাড়ী না পাইয়া প্লাটফরমে চুটাছুটি করিতেছেন দেখিয়া, আমরা যে কামরাতে DDD BDBB DDBB YzS DBDD DBBDBBD DDBDBD S BD বায়ু, বাবু বঙ্গচন্দ্র রায় প্রভৃতি আমাদের কামরাতে উঠিলেন, আর উর্মীনাথ গুপ্ত প্রভৃতি কয়েকজন পাশের কামরাতে উঠিলেন। উমানাথ বাবুর হাতে খেয়ো কাপড়ের খোলের মধ্যে কি একটা ছিল। সেই কাময়াতে এক ফিরিঙ্গী যুবক গুইয়া ছিল ; উইরা প্রবেশ করিতেই সে fors fer-“What’s that ?” TETRO TT-A bugle. fift-A bugle Coming from the Afghan War terratt is No, from a Brahmo Samaj expedition. তখন আমি বুঝিলাম, তাহারা গাজিপুর প্রভৃতি স্থান হইতে Salvation Armyার অনুকরণে যুদ্ধযাত্রা করিয়া আসিতেছেন ; কারণ তাহার বিবরণ মিরারে অগ্রেই পড়িয়াছিলাম। আমি সেই ফিরিঙ্গী ছোফিয়ার রসিকতা নিবারণের জন্য একখানা কাগজে লিখিলাম, *Keshub Chunder Sen with his friends* ffor Vivir দেখাইলাম, তাহাতে সে থামিল। গাড়ি ছাড়িল, বেশ গল্পগাছা হইতে লাগিল, আজিয়া সুখেই চলিলাম। হঠাৎ বঙ্গচন্দ্র রায় কি আয় কেহ • ঠিক মনে নাই, সুবিখ্যািলসীয়