পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

re दिनांश भांहौझ उत्रांच5विड [ ৭ম পরিঃ কোনও পত্রিকাতে প্রকাশিত হইয়াছিল। আমি কেশববাবুর নিকট অনেক শিখিয়াছি। কি ভাবে ঈশ্বরের কাজ করিতে হয়, তাহা তাহাকে 6দখিয়া সুবিয়াছি। ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নির্ভর কাহাকে বলে, তাহা তাহাকে দেখিয়া জানিয়াছি। ইংলণ্ড হইতে ফিরিয়া আসিয়া কেশবচন্দ্রের নানারূপ কার্য্যের প্রবর্ত্তন - কেশব বাবু কয়েক মাস পরে ইংলণ্ড হইতে ফিরিঙ্গ আসিলেন। তিনি আসিয়াই নানা নূতন কাজের প্রস্তাব করিলেন। Indian Reform Association air at Tel etrict (fist wists with Temperance.Education,Cheap Literature, Technical Education প্রভৃতি অনেক বিভাগ স্থাপন করিলেন। আমি সকল কাজেই তাহার অনুসরণ করিতাম। আমি সুবাপান বিভাগেব সভ্যরূপে *মদ না গবল” নামে একখানি মাসিক পত্রিক বাহির কবিলাম । তাহাতে সুরাপানের অনিষ্টকবিতা প্রতিপন্ন করিয়া গদ্য-পদ্যময় প্রবন্ধ সকল বাহির হইত। সে-সমুদয়ের অধিকাংশ আমি লিখিতাম। তদ্ভিন্ন “সুলভ সমাচারী” নামক এক পয়সা মূল্যের যে সংবাদ পত্র বাহির হইয়াছিল, তাহাতেও লিখিতাম । as G. Cronkita ngtsa Society of Theistic Friendsay পুনরুজ্জীবিত করেন, তাহাতে আমাকে বক্তৃতা করিতে বলেন। তদনুসারে - আমি ইংবাজীতে এক বক্তৃতা করি ; কেশব বাবু সভাপতি ছিলেন। সে বক্তৃতার দিনেব অম্ভ কণা অধিক মনে নাই। এইমাত্র মনে আছে, আমেবিকার ইউনিটেরিয়ান মিশনারী সুপ্রসিদ্ধ ড্যাল সাহেব সেদিনকার সভাতে উপস্থিত ছিলেন। তিনি আপনাকে Brahmo follower of Christ বলিয়া ঘোষণা করিলেন। কেশববাবু তাহাকে উপহাস করিলেন। «se Indian Reform Association q r s CFr i