পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›wዳቆ” ] कू5क्शिन-दिशांग्रह gचeवछंधन जगद्धि 戈8今 ক্রমেই কিছু বলিলেন না। অবশেষে আমি বলিলাম, “আমাদের শেষ ঘক্তব্য এই যে, আপনার খান্তগির মহাশয়ের কন্যার বিবাহে তাহাক কিরূপ চাপিয়া ধরিয়াছিলেন, তাহা মনে আছে। তঁহার ঘাড়ের মাস ছিক্রিয়া খাইয়াছিলেন । আপনার কন্যার বিবাহে ব্রাহ্মদের অবলম্বিত কোনও নিয়মের ব্যতিক্রম হইলে ব্রাহ্মেরা ছাড়িবে না ।” ষেই এই কথা বলা, অমনি কেশব বাবু বিরক্ত হইয়া চেয়ার ছাড়িয়া টেবিলের উপর উঠিয়া বসিলেন ; কাধে একখানা গামছা ছিল, তাহা মাথায় বঁধিলেন, এবং বলিতে লাগিলেন, “আমারও ঘাড়ের মাস ছিড়ে খাবে, তার আর কি ?” আমি পুর্ব্বে কখনও তঁাহাকে এত উত্তেজিত দেখি নাই। দেখিয়া মনে হইল, আর র্তাহাকে বিরক্ত করা উচিত নয়। আমরা উঠিয়া দাড়াইলাম, বলিলাম, “আপনি বিরক্ত হইতেছেন, তবে এ কথা থাক।” এই বলিয়া আমরা চলিয়া আসিলাম । অতঃপর আমাদের দলে মন্ত্রণা চলিল। এইবার সমদৰ্শী দল, স্বাস্বাধীনতার দল, নিয়মতন্ত্রের দল, সকল দল এক হইল। এমন কি, বুদ্ধ শিবচন্দ্র দেব মহাশয় পর্যন্ত আমাদের দলে যোগ দিলেন। সকলেই অনুভব করিতে লাগিলেন, ব্রাহ্মসমাজের পক্ষে মহা বিপদ উপস্থিত । আমাদের মনে কি দুর্ভাবনা উপস্থিত হইয়াছিল, তাহা ভাষাতে বর্ণনা করিবার নহে। আনন্দমোহন বাবু তখন মুঙ্গেরে পরিবার রাখিয়া আসিয়া হাইকোর্টের নিকট আপনার চেম্বারে বাস করিতেন। আমি সর্বদা তাহার নিকট যাইতাম, এবং দুজনে বসিয়া হয়। হায় করিতাম । এমন कठजिन भिश्वाह, আyিঙাঁহার কোঁচে বসিয়া আছি, তিনি কোটের দুই পকেটে খুঁই-জঙ্গ’ দিয়া গভীর চিন্তান্বিতভাবে সেই একটুকু ঘরের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা পদচারণা করিতেছেন। হজমের মুখেই কথা । DSS DB BDB DBDBD S BDDB DD D DBD DS বলিতেছেন, “শিৰনাথ বাবু, কি হৰে ? কি করা ধায় ?”