পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ww3-wb 'AflfCI Ebf TT V96:VC, কি আশ্চর্য্য। তখন আমরা দশ টাকার জন্য ভাবিয়া আকুল হইতেছিলাম, ঠিক সেই দশটা টাকাই আসিয়া উপস্থিত । আমরা তখনই দেনাপত্র শোধ কবিয়া দাৰ্জিলি মেইলে শিলিগুড়ি নাম স্থিব কবিলাম । তদনুসাবে পাবদিন থার্ড ক্লাসেব টিকিট লইয়া ষ্টেশনে দাড়াইয়া আছি, দেখি ড্যাল সাহেব আসিয়া উপস্থি৩ । তিনি আমাকে দেখিয়া বলি", ন, “বাৰু, এই তুমি লিখিলে, পয়সা নাই, হঁটিয়া শিলিগুড়ি নামিবে, আবাল এ কি ?” আমি হাসিয়া বলিলাম, “একটা অলৌকিক ঘটনা ঘটেছে”। তিনি আমাকে টানিয়া সেকেণ্ড ক্লাসে তুলিয়া লইলেন, আমার সেকেণ্ড ক্লাসেব অতিরিক্ত ভাড়া দিলেন, “ব শিলিগুডি পর্য্যন্ত সমস্ত রাস্তা তাব মনে উদ্ভাবিত একটা • ৩ন কাজেব পৰামর্শ বিবৃত কবিতে করিতে আসিলেন। প্রস্তাবিত কাজটার বিষয়ে যতদূর স্মবণ আছে তাহা এই। তিনি প্রস্তাব করিলেন, এস আমবা একমাত্র সত্যস্বরূপ ঈশ্ববে বিশ্বাসী ব্যক্তিদিগকে লইয়া একটী সভা গঠন করি। তাহাবা খ্রীষ্টান বা ব্রাহ্ম হউক আর না। হউক, কেবল নাস্তিক না হইলেই হইল। এই দলকে লইয়া এক সাব্বভৌমিক ধর্ম্ম প্রচার করিবার চেষ্টা করি, ইত্যাদি। এই মূলভাবের অনেক শাখা প্রশাখা ছিল, সকল মনে নাই। কলিকাতায় ফিবিয়াই এই কার্য্যের সূচনার প্রস্তাব ছিল । কিন্তু হায়, ড্যাল সাহেব কলিকাতায় পৌছিবার অল্পদিন পরেই গুরুতর কুক্ষিরোগে আক্রান্ত হইয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণত্যাগ করিলেন । “হিমাদ্রি কুসুম।”-এই হিমালয়-বাসকালে আমি "হিমাদ্রি-কুয়ম” নামক এক পদ্যগ্রন্থের কিয়দংশ লিখি, তাহা পরে বৰ্দ্ধিত আকারে মুদ্রিত হয়। KLuLLD LTLLD DDSSYSTuS BDBBD DBDDB DBDBDBDBDD পরে অর্থাৎ ১৮৮৬ সালের জুলাই মাসে আমি ধর্ম্মপ্রচারার্থ আসাম প্রদেশে 9ܔ