পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»bvo মন্দির প্রতিষ্ঠার জন্য দার্জিলিং গমন VO) A ১৮৮০ সালের মাঘোৎসব - ১৮৮০ সালের মাঘোৎসব অর্ধনির্ম্মিত মন্দিরের উপর চাঁদোয়া দিয়া সমাধা করা হইল। এই উপলক্ষে গোঁসাইজী, বিদ্যারত্ন ভায়া, শিবনারায়ণ অগ্নিহোত্রী * ও আমি, এই চাবিজনকে বিশেষ উপাসনান্তর প্রচারকরূপে বরণ করা হয়। দাৰ্জিলিং মন্দির প্রতিষ্ঠার জন্য তথায় গমন। অশ্বারোহণ - এই বৎসর ১লা বৈশাখ দিবসে দাৰ্জিলিং পাহাড়ের নব-নির্ম্মিত উপাসনা-মন্দির প্রতিষ্ঠিত হইবে এবৰূপ স্থির হয়, ও মন্দির প্রতিষ্ঠার জন্য আমি উক্ত স্থলে যাই । তখন উত্তর-বঙ্গে শিলিগুড়ি পর্য্যন্ত রেল ছিল। শিলিগুড়ি হইতে দাৰ্জিলিং পর্যন্ত রেল পাতা হইয়াছিল, কিন্তু তখনও রেল খোলে নাই । আমি শিলিগুড়িতে গিয়া ডাক্তার আনন্দচন্দ্র রায়ের ভবনে আশ্রয় লইলাম। তখন শিলিগুড়ি হইতে দাজ্জিলিং পর্যন্ত টােঙ্গা নামক এক প্রকার গাড়ি চলিত। কিন্তু তাহার ভাড়া এত অধিক ছিল যে আমার দরিদ্র ব্রাহ্ম-বন্ধুদিগের পক্ষে আমার উনা তত ব্যয় করা কষ্টকর হইবে বলিয়া অনুভব করিলাম ; সে ভার তঁাঙ্গাদের উপর দিবার ইচ্ছা হইল না । জিজ্ঞাসা করিয়া জানিলাম যে পাহাড়ে DDB BB BDD KLDS DD SS DBDBB BD YBDB0 D DB S বালককালে সমবয়স্ক সঙ্গী বালকদের সঙ্গে জুটিয়া কখন কখনও ধাড় চড়িতাম বটে, এবং একবার পড়িয়া গিয়া ব্যথা পাইয়াছিলাম, ইহা বোধ DD BDOB BBBS DBDDSDDB BB BDD YBDLLDS DD BD DDS কিন্তু কি করা যায় ? ১লা বৈশাখের পূর্ব্বে দার্জিলিং পহুছিতেই হইবে। দেখিলাম, ইউনিটেরিয়ান মিশনারি ড্যাল সাহেব টোঙ্গার জন্য ডাকবাঙ্গ LSLSLSLSLSLSLSGSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLLLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSL

  • ২৭ • পৃষ্ঠা দেখ। শ্রীযুক্ত গণেশ চন্দ্র ঘোষ ইহায় পূর্বেই অৱস্থিতার অঙ্ক *Tetort fratsicMay -(artwy) i
  • vein cyte bay wisfacsi typifies a -(rivy)