পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSV শিবনাথ শাস্ত্রীব আত্মচবিত [ ৭ম পরিঃ সকলে কঁকুড়াগাছিব বাগানে ভাবতাশ্রমে সায়ংকালীন উপাসনাব পাব কেশব বাবুব সহিত নানাপ্রকাব কথাবার্ত্তাতে আছি, এমন সময় কেশব বাবু জিজ্ঞাসা কবিলেন, “নিগেন্দ্র কৈ ?” অমনি নগেন্দ্রবাবুব অনুসন্ধান হইল। জানা গেল যে তিনি বৈকাল হইতে নিৰুদেশ আছেন। বান্ত্রি প্রায় ৯টা বাজিয়া গেল, তখন চট্টোপাধ্যান্য মহাশযেব আবির্ভাব হইল । আমি তাহাকে গোপনে ডাকিয়া বলিলাম, “আপনাব খোজ হই যাছিল, BDDB BD DDB E SDBD DBBBBDSSiDDS DDD DDDS BBB আছে, তাই তিন চাবি ঘণ্টা মাণিক তলাব খালেব ধাবে লেডাইতেছিলাম ও একটা গান বঁাধিয়া গাইতেছিলাম। এই বলিয়া গানটা গাইয়া আমাকে শুনাইলেন । সেটা এষ্ট,- “আমি কি বলে প্রার্থনা বল কবি আবি ? আমাব সকল কথা ফুবাইল, ফিবিল না মন আমাব । তুমি দেখ সব থেকে অন্তবে, তোমায় কথাষ কে ভুলাতে পাবে, প্রাণেব প্রাণ, বলব কি আপ ? কি আব্ব আছে বলিবাব। ওহে, প্রাণ যদি চাহে তোমাবে, তুমি থাকিতে কি পাব দূলে, আপনি এস পাপীব দ্বাবে, তাই পতিত-পাবন নাম তোমাব।” আমি শুনিয়া ভাবিলাম, নগেন্দ্র বাবু যে সন্ধ্যাব সময। আমাদেব সঙ্গে না বসিয়া একলা ছিলেন, সে ভালই হইয়াছে। কিন্তু প্রচাবক বন্ধুগণ সকল সময়ে সেকােপ ভাবিতে পাবিতেন না । তঁাহাবা মনে কবিতেন, DBBDB DBDB DDDDDB DBBD DYS DBBBD SBDBDBDS DDB BDBB ষেরূপে বসি দাড়াই, তঁহাকেও সেইরূপ কবিতে হইবে। তাহাবা দিন দিন নগেন্দ্র বাবুব উপব চটিতে লাগিলেন। ইহা লইয়া শুর্তাহাদেব সহিত আমাব বিবাদ হইতে লাগিল। আমি নগেন্দ্র বাবুব পক্ষ হইয়া তাহাদের সহিত তর্ক বিতর্ক করিতে লাগিলাম। তাহাব আমাকে আলাভের প্রশ্রয়দাতা বলিয়া তিবস্কার করিতে লাগিলেন।