পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S ©&፵ শিবনাথ শাস্ত্রীব আত্মচারিত [ ७छे °द्भिः দেবেন্দ্রনাথ ঠাকুব মহাশয়েব ভবনে আতাবেব নিমন্ত্রণ ছিল, তখন আব তাহা মনে থাকিল না । গোপাল মল্লিকেব। বাড়ীতে গিয়া দেখি, কেশব বাবুব জ্যেষ্ঠ সহোদব নবীনচন্দ্র সেন মহাশয বাড়ী সাজাইতেছেন। তখনও উন্নতিশীল দলেব লোকে বা সেখানে "আসিয়া পৌছান নাই। তখন আবাব কলুটোলা কেশব বাবুব ভবনাভিমুখে যাত্রা করিলাম। গিয়া দেখি, কেশববাবুবা সদলে সবে ফিবিয়া আসিয়া ভিক্ষাব বুলিতে যে টা 9। পাইয়াছেন তাহা গুণিতেছেন। আমাব পুৰাতন সহাধ্যায়া বন্ধু বিজয়কৃষ্ণ গোস্বামী সে সঙ্গে আছেন। গোসাইজী আমাকে দেখিয়াই “কি ভাই ।” বলিয়া আসিয়া আমাব কণ্ঠলিঙ্গন কবিলেন। সেই আমাকে উন্নতিশীল দলোঁধ সঙ্গে যেন বাধিয়া ফেলিলেন । তৎপপে আমি তাহাদেব সঙ্গে গোপাল মল্লিকেৰ বাড়ীতে গেলাম। শাহাবা সেদিন আহাব কবিলেন না, আমাবও আহার্থেব কথা মনে বহিল না । উৎসব-মন্দিবে গিয়া সমস্ত দিন উৎসব চলিল। আমি সেই ভিড়েব মধ্যে এক কোণে যে দাড়াইয়া ছিলাম, সেই কোণেই সমস্ত দিন ও বাত্রি দশটা পর্যন্ত দাড়াইয়া যোগ দিলাম। সমস্ত দিন যে-কিছু কাজ হইল আমি যেন তাহাৰ ভিতব নিমগ্ন वछिंढांभ ॥ সায়ংকালে গবর্ণাব জেনাবেল লর্ড ল্যবেক্ষস আসিলেন। সেদিন Cat-3 is Regencrating Faith fric: উপদেশ দিলেন। এরূপ উপদেশ আমি অল্পষ্ট শুনিয়াছি। ধর্ম্মবিশ্বাস যদি নবজীবন আনিয়া না। দেয়। তবে তাহ ধর্ম্মবিশ্বাস নয়, এই সত্য আমাব সমক্ষে আধ্যাত্মিক জীবনের জন্য একটা নূতন দ্বােব যেন খুলিয়া দিল। আমি উন্নতিশীল দলেব সঙ্গে शg ट्रांए दांया *gिलाभ । অথচ শুনিয়া অনেকে আশ্চর্য্য বোধ করিবেন যে ইহার পরও আমি তঁহাদিগেৰ সঙ্গ হইতে লজ্জাবশতঃ দুবে থাকিতাম। তখন আমি প্রতিদিন ব্রহ্মোপাসনা কবিতাম ( যদিও উপবীতটা তখন ছিল , কিন্তু ব্রাহ্মদের