পাতা:আত্মচরিত (৪র্থ সংস্করণ) - শিবনাথ শাস্ত্রী.pdf/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እyb” শিবনাথ শাস্ত্রীব আত্মচাবিত [ ৪র্থ পবিঃ ব্যাপাবখানা এই। তখন আমাব এমনি দাবিদ্র্য ও দুব্যবস্থা যে, আমাকে চটি জুতাই সর্বদা পবিতে হইত ; বুট জুতা পাবা ভাগ্যে ঘটিত না। সুতবাং সেদিন চট জুতা পায়ে দিয়াই কলেজে যাইবাব পথে সাহেবেব আপীসে গিষাছিলাম। তাহ দেখিয়াই সাহেব চটষাছিলেন। উড্রো সাহেল। তুমি জুতা পবিষ এ ঘবে প্রবেশ কবিয়া আমাকে অপমান কবিয়াছ। তুমি জুতা খুলিয়া এস। আমি। না সাহেব, আমি জুতা খুলিব না। আমি কিৰূপে আপনাব অপমান কবিলাম, তাহা বুঝিতে পাবিতেছি না। আপনাব পাষে জুতা বহিযাছে, আপনাব কেবানী বাবুব পায়ে জুতা দেখিতেছি। আপনাবা যদি খোলেন। তবে আমি খুলিতে পাবি । উড্রো সাহেব। ও যে বুট জুতা। আমি। বুট জুতা পায়ে দিয়ে এলো আপনাব মান থাকিত, আব চটি জুতা পায়ে দিযা আসাতে আপনাব মান গেল, এ নূতন কথা , ইহা আমি কিৰূপে বুঝিব ? উড়ো সাহেব। হাঁ, আমােব আপাসেব এ নিয়ম আছে, তাহা डूमि कि खान ना ? আমি। না সাহেব। আমাব জন্মে। এমন নিয়ম শুনি নাই। উড়ে সাহেব। তুমি জুতা খুলিবে কি না, বল । "চামি। না সাহেব, খুলব না। উড়ো সাহেব। তবে তোমাব চিঠি নেব না। আমি। এই কাগজ আপনাব ডেক্সেব উপব বৈল । ও আপনাদেবই কাগজ ; নেন নেবেন, না নেন না নেবেন। আমাব কাজ আমি কবে গেলাম । এই বলিয়া ডেক্সেব উপব কাগজ বাখিয়া আমি যাইতে উদ্যত। সাহেব বলিলেন, “শোন শোনা দাড়াও।” আমি দাড়াইলাম।